Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 22nd October 2023
Press Release

শ্রীলংকায় বাংলাদেশ দূতাবাসে "শেখ রাসেল দিবস" পালিত

 

কলম্বো, ১৮ অক্টোবর ২০২৩:

 

যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীলংকায় বাংলাদেশ হাই কমিশনে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন করা হয়েছে।   

শহীদ শেখ রাসেলের  প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অতঃপর দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। পরবর্তীতে শহীদ শেখ রাসেল, জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদত বরণকারী অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ধারাবাহিক সুখ, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।  দিবসটি উপলক্ষ্যে শেখ রাসেলের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মুক্ত আলোচনা পর্বে হাই কমিশনার তারেক মো: আরিফুল ইসলাম শহীদ শেখ রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন; তাঁর মানবিক গুণাবলীর উপর আলোকপাত করেন;  এবং বাংলাদেশের   ভবিষ্যৎ প্রজন্মকে সেই আলোকে গড়ে তোলার উপর গুরুত্বআরোপ করেন । পৃথিবীর আর কোন শিশুই শেখ রাসেলের মতো নৃশংসতার শিকার হবেনা এ প্রত্যাশা ব্যক্ত করে তিনি প্রত্যেকটি শিশুর জন্য কল্যাণকর, নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার  অঙ্গীকারাবদ্ধ হতে সবার প্রতি আহ্বান জানান।  

 
এছাড়াও শিশু ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণে দিবসটির প্রতিপাদ্য “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এর উপর ভিত্তি করে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতঃপর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে শেখ রাসেলকে স্মরণ করে শিশুরা কবিতা, নাচ ও গান পরিবেশন করে। পরবর্তীতে উপস্থিত শিশুদের নিয়ে কেক কাটা হয় এবং বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে অভ্যাগতদের নৈশভোজে আপ্যায়িত করা হয়। 

 

শ্রীলঙ্কাস্থ বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, শ্রীলংকার কিছু বিশিষ্ট নাগরিক এবং মিশনের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ দিবসটি উদযাপন অনুষ্ঠানে পরিবারসহ অংশগ্রহণ করেন।  

2023-10-18
Download