Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 12th January 2020
Press Release

মাননীয় প্রধানমন্ত্রীর ১৩-১৪ জানুয়ারি ২০২০ তারিখে সংযুক্ত আরব আমিরাত, আবুধাবীতে সফরসংক্রান্ত সংবাদ সম্মেলন

 

প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।

 

মাননীয় প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে ১৩-১৪ জানুয়ারি ২০২০ তারিখে অনুষ্ঠিতব্য ‘Zayed Sustainability Award’ এবং‘Abu Dhabi Sustainability Week’ অনুষ্ঠানে অংশগ্রহণ করার উদ্দেশ্যে আজ বিকাল ৫ ঘটিকায় আবুধাবির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। উল্লেখ্য যে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী-এর Crown Prince এবংDeputy Supreme Commander of the United Arab Emirates Armed Forces, H.H. Sheikh Mohammad Bin Zayed Al Nahyan-এর আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী উক্ত অনুষ্ঠানদ্বয়ে অংশগ্রহণ করবেন।

 

‘Abu Dhabi Sustainability Week’ অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় ত্রিশ-চল্লিশ হাজার অংশগ্রহণকারী এবং উল্লেখযোগ্য সংখ্যক রাষ্ট্রপ্রধান/সরকার প্রধান এবং মন্ত্রীগণ অংশগ্রহণ করে থাকেন। এবারের ‘Abu Dhabi Sustainability Week’ এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে জ্বালানী, জলবায়ু পরিবর্তন, পানি, অভিগমন, মহাশূণ্য এবং জৈব প্রযুক্তির ক্ষেত্রে কারিগরী জ্ঞান ও প্রযুক্তির প্রভাব এবং জাতিসংঘ ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০’ অর্জনের ক্ষেত্রে উক্ত ক্ষেত্রসমূহের ভূমিকা। তাছাড়া, বিশ্বের যুব সম্প্রদায়কে নেতৃত্বের সক্ষমতা প্রদানের লক্ষ্যে ‘Abu Dhabi Sustainability Week’ এর প্রয়াসে পরবর্তী প্রজন্মের জন্য টেকসই উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হবে।

অপরপক্ষে, বিগত বেশ ক’বছর ধরে সংযুক্ত আরব আমিরাত কর্তৃক স্বাস্থ্য, খাদ্য, জ্বালানী, পানি এবং শিক্ষা ক্ষেত্রসমূহে উদ্ভাবনী এবং অনুপ্রেরণা সৃষ্টিকারী প্রয়াসের জন্য  ‘Zayed Sustainability Award’ প্রদান করা হচ্ছে। এ যাবৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তের ৭৬ জন ব্যাক্তিকে তাঁদের উদ্ভাবনী অবদান এর জন্য ‘Zayed Sustainability Award’ প্রদান করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের মতে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিপুল সংখ্যক মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে।

এ সফরে ১৩ জানুয়ারি ২০২০ তারিখ পূর্বাহ্নে মাননীয় প্রধানমন্ত্রী‘Abu Dhabi Sustainability Week’ এবং ‘Zayed Sustainability Award’এর উদ্ভোধনী এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরবর্তীতে Abu Dhabi Sustainability Week Official reception  এবং Zayed Sustainability Prize Gala dinnerএ অংশগ্রহণ করতে পারেন।

 

১৪ জানুয়ারি ২০২০ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এ Summit G Keynote Interview  প্রদান করবেন এবং আরব আমিরাতের বিশিষ্ট নারী ব্যক্তিত্ব মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতকার গ্রহন করবেন। মাননীয় Razan Khalifa Al Mubarak  আরব আমিরাতে অবস্থিত Mohamed Bin Zayed Species Conservation Fund, Environment Agency of Abu Dhabi  এবং Emirates Nature (WEF)- এ সকল প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।

          মাননীয় প্রধানমন্ত্রী এ সাক্ষাতকারে বাংলাদেশের সার্বিক অগ্রগতির একটি চিত্র তুলে ধরবেন। তিনি SDG সমূহ অর্জনে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহিত পদক্ষেপসমূহ বর্ণনা করবেন। এছাড়াও তিনি বর্তমানে জলবায়ু পরিবর্তন জনিত ভয়াবহ বিপদ মোকাবেলায় বহুপক্ষীয় কূটনীতির গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর আলোচনা করবেন এবং এ বিষয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কিছু কর্ম-পরিকল্পনা উল্লেখ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী টেকসই উন্নয়ন অর্জনে Inclusive Policies বা অন্তর্ভূক্তিকর নীতির ভূমিকা নিয়ে বিষদ আলোচনা করবেন। তিনি  এ বিষয়ে সরকার গৃহিত বিভিন্ন অন্তভূক্তিকর নীতি বা Inclusive Policies -এর বিবরণ প্রদান করবেন।

পাশাপাশি তিনি WiSER Forum: Women in Sustainability, Environment and Renewable Energyএ অংশগ্রহণ করতে পারেন।

উক্ত সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের মাননীয় প্রধানমন্ত্রী এবং Ruler of Dubai, H. H. Sheikh Mohammed bin Rashed Al Maktoum,

আবুধাবীর Crown Princeএবংসংযুক্ত আরব আমিরাতের সশস্ত্রবাহিনীর Deputy Supreme Commander H.H. Sheikh Mohammed bin Zayed Al Nahyan,

এবং Chair woman of the Supreme Council for Motherhood and Childhood H.H. Sheikha Fatima bint Mubarakএর সাথে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করতে পারেন।

তাছাড়া, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরণের লক্ষ্যে প্রস্তাবিত ‘Addendum to the MoU signed between Emirates National Oil Company (ENOC) and Ministry of Power, Energy and Mineral Resources, Bangladesh’

এবং ‘Protocol of Amendment to the Agreement Between the Government of the United Arab Emirates And  the Government of Bangladesh and UAE on allotment of land plot in Baridhara Diplomatic Enclave, Dhaka  for Construction of Embassy Premises’ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

‘Abu Dhabi Sustainability Week’অনুষ্ঠানে মাননীয়প্রধানমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে ইতোমধ্যে বাংলাদেশ কর্তৃক গৃহীত উদ্যোগ সমূহের ব্যাপারে বিশ্ব নেতৃবৃন্দগণকে অবহিত করার সুযোগ পাবেন। উপরন্তু, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০’ অর্জনের লক্ষ্যে উন্নয়নশীল দেশসমূহের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর ব্যাপারে তিনি আলোকপাত করতে পারেন। বিশেষ করে, তিনি ‘রূপকল্প২০৪১’-অর্জনেরলক্ষ্যেবাংলাদেশ কর্তৃক জ্বালানী, স্বাস্থ্য, অভিগমন, জলবায়ু পরিবর্তন, পানি এবং জৈব প্রযুক্তির ক্ষেত্রে গৃহীত উদ্যোগ সমূহের ব্যাপারে উক্ত সংযুক্ত আরব আমিরাতের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এবং অংশগ্রহণকারীদেরকে বিশদ ধারণা প্রদান করতে পারেন। এ সফরে সংযুক্ত আরব আমিরাত-এর উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এবং বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ স্থাপনের সুযোগ হবে। অনুষ্ঠানদ্বয়ে মাননীয়প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত-এর বিদ্যমান সম্পর্ক গভীরতর করবে বলে আশা করা যায়।

মাননীয় প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরের সময় ১৩ জানুয়ারি ২০১৯ তারিখে পশ্চিম এশিয়া অঞ্চলে অবস্থিত দেশসমূহ যথাক্রমে বাহরাইন, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেররাষ্ট্রদূতগণের অংশগ্রহনে একটি ‘রাষ্ট্রদূত সম্মেলন’ (Envoys’ Conference) অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট রাষ্ট্রদূতগণ মিশন সমূহের প্রাধিকারভূক্ত কার্যাবলী, তাঁদের কর্মপরিকল্পনা বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদযাপন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বার্ষিকী উদযাপন, অর্থনৈতিক কূটনীতি, মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশে বিনিয়োগ আকর্ষন ও বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য, অভিবাসন, মুসলিম দেশগুলোর সাথে আন্তঃসংস্থা সহযোগিতা উন্নয়ন, প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ ইত্যাদি উপস্থাপন করার সুযোগ পাবেন। সম্মেলনে মিশন সমূহ সংশ্লিষ্ট দেশে বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে সুযোগ এবং বিভিন্ন অভিলক্ষ্য অর্জনের ক্ষেত্রে বিদ্যমান বাধা-বিপত্তির ব্যাপারেও অবহিত করার সুযোগ পাবেন।  ‘রাষ্ট্রদূত সম্মেলন’ অনুষ্ঠানের মাধ্যমে মিশন প্রধানগণ সরকারের প্রাধিকার মূলক ক্ষেত্রসমূহের উপর যথাযথ দিক নির্দেশনা গ্রহনের সুযোগপাবেন।

মাননীয় প্রধানমন্ত্রীর উক্ত অনুষ্ঠান সমূহে অংশগ্রহণ শেষে ১৪ জানুয়ারি ২০২০ তারিখ অপরাহ্নে ঢাকার উদ্দেশ্যে আবুধাবি ত্যাগ করবেন।

2020-01-12
Download