ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২১:
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
যুক্তরাষ্ট্রে সফররত পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, খোন্দকার ইব্রাহিম খালেদ ছিলেন অত্যন্ত সৎ ও দৃঢ়চিত্তের অধিকারী। তাঁর মৃত্যুতে আমরা ব্যাংকিং ও আর্থিক সেক্টরের একজন বিশিষ্ট চিন্তাবিদকে হারালাম। তাঁর অবদান বাঙালি জাতি চিরকাল স্মরণ রাখবে।
ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।