ইসলামাবাদ, ১৭ এপ্রিল ২০২৩ ঃ
বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করেছে। হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন
সকালে দূতালয় প্রাঙ্গনে হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে পাকিস্তানে নিযুক্ত মান্যবর হাইকমিশনার মোঃ রুহুল আলম সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। পতাকা উত্তোলনের পর হাইকমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। হাইকমিশনার তাঁর বক্তৃতায় স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানকে। গভীর শ্রদ্ধা জানান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী ত্রিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহিদ বুদ্ধিজীবী এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল স্তরের জনগণকে। হাইকমিশনার মুজিবনগর সরকারের গুরুত্ব ও ভূমিকার কথা তুলে ধরে বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল তদানীন্তন মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহন করে। এ সরকার বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার প্রতি পূর্ণ সমর্থন এবং অনুমোদন প্রদান করে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে।
হাইকমিশনার বলেন, মুজিবনগর সরকারের বহির্বিশ্বে সফল কূটনৈতিক তৎপরতা যেমন বিভিন্ন দেশে বাংলাদেশের মিশন স্থাপন, প্রতিনিধি প্রেরণ করে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন লাভের চেষ্টা, বিদেশে তহবিল সংগ্রহ ইত্যাদির ফলস্বরূপ বিশ্ববাসী স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামরত বাঙালিদের প্রতি সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত করেছিল। মুক্তিযুদ্ধের রণকৌশল নির্ধারণ, জনমত সৃষ্টি ও শরণার্থীদের ব্যবস্থাপনায় মুজিবনগর সরকার যে ভূমিকা পালন করেছে তা বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাথায় স্বাক্ষর হয়ে রয়েছে।
হাইকমিশনার ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধুর মহান আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেনতায় উদ্বুদ্ধ হয়ে যার যার অবস্থানে থেকে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ ‘সোনার বাংলাদেশ’ তথা ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মানে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে “মুজিব নগর- বাংলাদেশের প্রথম রাজধানী” শীর্ষক একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
সবশেষে, জাতির পিতা, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।