১০ জুন২০২২/আংকারা ঃ
রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান, এনডিসি‘র উপস্থাপনার মধ্যে দিয়ে “প্রথম অর্থনৈতিক কূটনৈতিক সিম্পোজিয়াম”-এর দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সূচনা করেন। শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারী (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধূরী এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানজুম এ্যাপস-এ উপস্থিত হয়ে অর্থনৈতিক কূটনৈতির উপর বিশ্লেষনমূলক বক্তব্য প্রদান করেন।
অতপরঃ ইস্তাম্বুল সাবাহাটিন জাইম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মাজহার ইসলাম বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির সাথে অভিবাসন ও মানব উন্নয়নের সম্পর্ক, জুম এ্যাপসে জার্মান ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক গবেষক সহকারী মোঃ সাফায়েত হোসেন বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে জলবায়ূ পরিবর্তন ও বর্জ্য ব্যবস্থাপনার প্রভাব, তুরস্কের ট্রাভেল শপের সিইও মুরতাজা কালেন্দার বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নের উপর এবং ইস্তাম্বুল গ্যালিসিম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর রহমতুল্লাহ বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নে ব্লু-ইকোনোমির ভূমিকার উপর বক্তব্য প্রদান করেন।
রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান, এনডিসিতাঁর দ্বিতীয় দিনের বক্তব্যে বাংলাদেশের চলমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। অতপরঃ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুগোপযোগী কৌশল ও তরুনদের কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রনয়নের উপর গুরুত্বারোপ করেন, যাতে বাংলাদেশ উন্নত একটি রাষ্ট্রে পরিনত হতে পারে। সবশেষে, অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।