ভিয়েতনাম ১১ ডিসেম্বর ২০২২:
১১ ডিসেম্বর ২০২২ ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ভিস ডিপার্টমেন্ট অব ডিপ্লোমেটিক ক্রপস (SDDC) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ফুড ফ্যাস্টিভ্যাল চ্যারিটি মেলায় বাংলাদেশ দূতাবাস হ্যানয় অংশগ্রহণ করে। মেলায় বাংলাদেশ দূতাবাস দেশে উৎপাদিত পণ্যসামগ্রী প্রদর্শণ এবং বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবারসহ অংশগ্রহণ করে। প্রদর্শণীর জন্য মেলায় বাংলাদেশী পণসামগ্রী যেমন ফাইন সিরামিক, তৈরি পোশাক, লেদার ব্যাগ, হাতের তৈরি বাংলাদেশী ঐতিহ্যবাহী নকশীকাথা, জুট ব্যাগ, বাংলাদেশী চা, বাংলাদেশী সুগন্ধি চাল প্রদর্শন এবং মুখরোচক খাবার (সম্পূর্ণ ঘরে তৈরি) যেমন-সামুচা,সিঙ্গারা, তেহারী, পাকোড়া, পুডিং ইত্যাদি দিয়ে স্টলটি সাজানো হয়। খাবারের আইটেমগুলি বিক্রি করে (SDDC) চ্যারিটির জন্য ডোনেট করা হয়। উক্ত মেলায় ভিয়েতনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশীগণ, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, দূতাবাসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যগণ এ মেলায় অংশগ্রহণ করে। বাংলাদেশ দূতাবাসের নামে বরাদ্দকৃত স্টলটি সুন্দর ডেকোরেশণ, বাংলাদেশে উৎপাদিত পণ্যসামগ্রী প্রদর্শন ও বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন সকলের দৃষ্টি আকর্ষণ করে।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত মেলার প্রধান নির্বাহী Spouse of Hon’ble Foreign Minister of Vietnam, এই মেলায় অংশগ্রহণ করার জন্য ভিয়েতনামে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ-এর নিকট বাংলাদেশ প্যাভিলিয়নকে সনদ প্রদান করে যা বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের। এ মেলায় অশংগ্রহণের মাধ্যমে বাংলাদেশ তার রপ্তানীযোগ্য পণ্য-এর ব্যাপক পরিচিতি ভিয়েতনামে তুলে ধরতে সক্ষম হয়।