মাদ্রিদ, ২৬ মার্চ ২০২৩ ঃ
মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস আজ ২৬ মার্চ ২০২৩ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যের সাথে উদ্যাপন করে। সকাল ১১:৩০ ঘটিকায় দূতাবাস প্রাঙ্গনে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন। দূতাবাসের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বাণী পাঠ করাসহ মুক্তিযুদ্ধের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় এবং দিবসের উপর তাৎপর্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক প্রতিনিধি ও স্পেন প্রবাসী বাংলাদেশী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে মোনাজাত করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে গত ২১ মার্চ সন্ধ্যা ০৭:০০ ঘটিকায় স্থানীয় পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মাদ্রিদে এক সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে স্পেনের অভিবাসী মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসাবেল ক্যাস্ট্রো ফার্নানদেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, সুশিল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্পেন প্রবাসী বাংলাদেশী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এবং শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন।
শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রদূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশে গভীর শ্রদ্ধা নিবেদন করেন যার অবিসংবাদিত নেতৃত্বে জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য। তিনি বিন¤্র শ্রদ্ধা জানান জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরনকারী ত্রিশ লাখ শহিদ মুক্তিযোদ্ধা, দুই লাখ সম্ভ্রমহারা বীরাঙ্গনাসহ বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকবৃন্দকে। তিনি কৃতজ্ঞতা জানান সকল বন্ধু রাষ্ট্র, সংগঠন ও ব্যক্তির প্রতি যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি স্পেন প্রবাসী সকল বাংলাদেশীকে মহান স্বাধীনতা দিবসে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আরো বলেন যে বাংলাদেশ আজ বৈশিক পরিমন্ডলে উন্নয়নের বিস্ময় যার মূল ভিত্তি রচনা করে গেছেন স্বয়ং বঙ্গবন্ধু। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্যসাধারণ নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে দেশ এগিয়ে চলছে অপ্রতিরোধ্য গতিতে। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত। এই উন্নয়ন অগ্রযাত্রায় স্পেন আমাদের ঘনিষ্ঠ মিত্র ও বন্ধু রাষ্ট্র। রাষ্ট্রদূত মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে একটি প্রগতিশীল, প্রযুক্তিভিত্তিক, উন্নত ও মর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তোলার কাজে সবাইকে যার যার অবস্থান থেকে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অভিবাসী প্রতিমন্ত্রী ইসাবেল ফার্নানদেজ অভ্যর্থনা অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন। তিনি বাংলাদেশের অব্যাহত উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের দৃঢ় প্রশংসা করেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশ স্পেন দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো সম্প্রসারণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দিবসের সম্বর্ধনা অনুষ্ঠানের ভোজসভায় উপস্থিত সকলকে বিদেশী খাবারের পাশাপাশি বাংলাদেশী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।