Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 19th March 2023
Press Release

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদ্যাপন

 

জেদ্দা, ১৭ মার্চ ২০২৩ঃ

 

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা, সৌদি আরবের উদ্যোগে ১৭ মার্চ ২০২৩ তারিখে যথাযোগ্য মর্যাদায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩” কনস্যুলেট প্রাঙ্গণে উদ্যাপিত হয়। সূর্যোদয়ের অব্যবহিত পরেই জাতীয় সংগীত পরিবেশনের সাথে মান্যবর কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের প্রথমভাগের অনুষ্ঠান শুরু হয়। এরপর মান্যবর কনসাল জেনারেল-এর নেতৃত্বে কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণ কনস্যুলেট প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

অনুষ্ঠানে জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত ও মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। অতঃপর দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু’র জীবনীর উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তাগণ বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর ও রাজনৈতিক জীবনের উপর বক্তব্য প্রদান করেন। এরপর মান্যবর কনসাল জেনারেল বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও কর্মের উপর আলোকপাত করেন। তিনি বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষ্যে জেদ্দা প্রবাসী বাংলাদেশীদেরকে শুভেচ্ছা জানান। তিনি শিশুদের প্রতি বঙ্গবন্ধুর অপরিসীম ভালোবাসা ও মমতার কথা উল্লেখ করেন। মান্যবর কনসাল জেনারেল শিশুদেরকে আগামী দিনের ভবিষ্যৎ আখ্যায়িত করে তারা যেন ভবিষ্যতে জাতির পিতার জীবনাদর্শে দেশ গড়ার নেতৃত্ব দিতে পারে সে লক্ষ্যে তাদেরকে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। মান্যবর কনসাল জেনারেল আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে যা বিশ্বে রোল মডেল। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অসাধারণ নেতৃত্বের প্রশংসা করে তাঁর দীর্ঘায়ু কামনা করেন।

 

বাংলা বানান প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের ২য় পর্বের অনুষ্ঠান শুরু হয়। জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে শিশুদেরকে নিয়ে মান্যবর কনসাল জেনারেল একটি কেক কাটেন। অতঃপর এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি প্রভৃতি পরিবেশিত হয়। জেদ্দাস্থ বাংলাদেশী দু’টি স্কুলের ছাত্র-ছাত্রী ও স্থানীয় শিল্পীগণ উক্ত অনুষ্ঠানে অংশ নেয়। সর্বশেষে, কনসাল জেনারেল দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের শিক্ষক-ছাত্র, স্থানীয় বাংলাদেশী সাংবাদিকবৃন্দ, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ জেদ্দা প্রবাসী অনেক বাংলাদেশীগণ উপস্থিত ছিলেন।

2023-03-17
Download