Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 30th May 2023
Press Release

জাকার্তাস্থ বাংলাদেশ দূতাবাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পুরস্কার’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

 

জাকার্তা, ৩০ মে ২০২৩:

 

বাংলাদেশ দূতাবাস জাকার্তা-এ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পুরস্কার’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

 

পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শুনানো হয়। পরবর্তিতে চার্জ দ্যা অ্যাফেয়ার্স জানাব মোঃ সাজেবুর রহমানের স্বাগত বক্তব্যের শেষে প্রামাণ্যচিত্র ‘বিশ্বশান্তির দূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ প্রদর্শন করা হয়।

 

চার্জ দ্যা অ্যাফেয়ার্স মহোদয় তার বক্তব্যে বলেন যে, সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর শাসনামলে তিনি দেশ গঠন এবং শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জোরালো ভূমিকা রাখেন। সবার প্রতি বন্ধুত্বের ভিত্তিতে জাতির পিতা বৈদেশিক নীতি ঘোষণা করেন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের নেতৃবৃন্দকে একযোগে কাজ করার আহবান জানান। বিশ্বের খুব অল্প সংখ্যক নেতাই এত অল্প সময়ের মধ্যে জুলিও কুরি পদকসহ আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। যার জন্য বাঙালি জাতি হিসেবে আমরা গর্বিত। আলোচনা শেষে চার্জ দ্যা অ্যাফেয়ার্স মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে আলোচনার সভার সমাপ্তি হয়।

2023-05-30
Download