ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ'র মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
ঢাকা, ১৪.০৬.২০২০ :
ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ'র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ মো. আব্দুল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
স্নেহধন্য ছিলেন এবং বঙ্গবন্ধুর আদর্শকে সারাজীবন ধারণ করেছেন । তিনি অত্যন্ত সততার সাথে তাঁর দায়িত্ব পালন করেছেন । তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।
ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।