ঢাকা, ২৮ আগস্ট ২০২০:
বিশিষ্ট সাংবাদিক ও লেখক রাহাত খানের মৃত্যুতে মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান সাহিত্যের বিভিন্ন অঙ্গনে এবং সাংবাদিকতায় অসাধারণ অবদান রেখেছেন। তাঁর অবদান এদেশের মানুষ চিরকাল স্মরণ রাখবে।
ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।