দি হেগ, ১৮ মার্চ ২০১৯:
আজ সকাল ১০:৪৫ মিনিটে নেদারল্যান্ডসের চতুর্থ বৃহত্তম শহর উত্রেক (Utrecht)-এ একটি ট্রামে (সাবওয়ে ট্রেন নয়) গুলিবর্ষণের ঘটনায় এ পর্যন্ত পাওয়া সংবাদে কোন বাংলাদেশী অভিবাসীর হতাহতের খবর পাওয়া যায়নি। উত্রেক পুলিশের সূত্রে পাওয়া সংবাদে এ ঘটনায় এ পর্যন্ত ৩ (তিন) জন নিহত এবং ৮/১০ জন আহত হওয়ার খবর জানা গেছে। এই দুঃখজনক ঘটনার সন্দেহভাজন হিসেবে উত্রেক পুলিশ সূত্রে এক ব্যক্তির নাম (Gökman Tanis) ও পরিচয় প্রকাশ করা হলেও তাকে এখনও পর্যন্ত আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। ৩৭ বছর বয়সী এই সন্দেহভাজন ব্যক্তি জন্মসূত্রে তুরস্কের বলে ধারণা করা হচ্ছে।
উত্রেক শহরে বসবাসরত সকল বাংলাদেশী অভিবাসীকে ডাচ সরকারের নির্দেশনা অনুয়ায়ী নিরাপদে অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে যেকোন তথ্য বা অনুসন্ধানের জন্য দূতাবাসের হটলাইনে (+৩১-৬৮ ৪১২ ৩২২৯), যা সার্বক্ষণিক খোলা রয়েছে, যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে। একইভাবে এ ঘটনায় কোন বাংলাদেশীর হতাহতের কোন তথ্য জানা গেলে তাও দূতাবাসের হটলাইনে এবং ইমেইলে (mission.hague@mofa.gov.bd) জানানোর অনুরোধ রইল।
এছাড়াও উত্রেক শহরে এবং এর আশেপাশে বসবাসরত সকল বাংলাদেশীরা (যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় আছেন) ফেসবুকে প্রয়োজনীয় স্ট্যাটাস দিয়ে নিরাপদে আছেন মর্মে আত্মীয়-স্বজন/বন্ধু-বান্ধবকে আশ্বস্ত করতে পারেন।