ঢাকা, ০৩.০৫.২০১৯:
সিলেট ল’কলেজের প্রাক্তন অধ্যক্ষ এডভোকেট মনির উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করছেনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ।
পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, মনির উদ্দিন আহমেদের মৃত্যুতে জাতি একজন কর্তব্য পরায়ণ ও ন্যায়নিষ্ঠ আইনজীবীকে হারিয়েছে। ভাষা আন্দোলনেও ছিল তাঁর অসামান্য অবদান। তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেন। মনির উদ্দিন আহমেদ ছিলেন সিলেটবাসীর জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব।
ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। এছাড়া তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।