ঢাকা, ৩১শে অক্টোবর ২০১৮
আফগানস্তিানরে নবনযিুক্ত রাষ্ট্রদূত Abdul Qayoom Malikzad পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে আজ পররাষ্ট্র মন্ত্রীর র্কাযালয়ে আজ সৌজন্য সাক্ষাৎ করনে।
পররাষ্ট্র মন্ত্রী আফগান রাষ্ট্রদূতকে বাংলাদশেে স্বাগত জানান। রাষ্ট্রদূত বাংলাদশেরে সঙ্গে আফগানস্তিানরে ঐতহ্যিবাহী সর্ম্পককে আরও দৃঢ় করার ব্যাপারে তাঁর সরকাররে অব্যাহত প্রচষ্টোর কথা ব্যক্ত করনে। আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদশে থকেে ঔষধ, তিৈর পোষাক আমদানি এবং আফগানস্তিানে বাংলাদশেী বনিয়িোগরে ব্যাপারে তাঁর সরকাররে আগ্রহরে কথা প্রকাশ করনে। আফগান রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর দকি নর্দিশেনায় বাংলাদশেরে অব্যাহত উন্নয়নরে উচ্ছ্বসতি প্রশংসা করনে এবং নর্বিাচনে প্রধানমন্ত্রী ও তাঁর দলরে প্রতি শুভকামনা জ্ঞাপন করনে। বঠৈকে আফগানস্তিানরে সাম্প্রতকি নর্বিাচনরে বষিয়ওে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রী আফগানস্তিানরে উন্নয়নরে বষিয়ে আশাবাদ ব্যক্ত করনে এবং এ ব্যাপারে বাংলাদশেরে সহযোগতিা অব্যাহত থাকবে বলে জানান। তঁিনি আফগান রাষ্ট্রদূতরে বাংলাদশেে অবস্থানকালীন সময়রে সাফল্য কামনা ও র্পূণ সহযোগতিার আশ্বাস প্রদান করনে।