Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 11th April 2020
Press Release

মুসলিম রাষ্ট্রদূতগণ দরিদ্রদের জন্য ৬ টন খাদ্য সহায়তা দিলেন

 

ঢাকা ১১.০৪.২০২০:

 

করানা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য ৬ টন খাদ্য প্রদান করলেন বাংলাদেশে কর্মরত মুসলিম রাষ্ট্রদূতগণ।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের উপস্থিতিতে ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের নিকট ব্যক্তি পর্যায়ের এ খাদ্য সহায়তা আজ দুপুরে হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ ধরনের উদ্যোগের জন্য মুসলিম রাষ্ট্রদূতগণকে সাধুবাদ জানান ।

এ খাদ্য সহায়তা হস্তান্তরের সময় মুসলিম রাষ্ট্রদূতগণের পক্ষে উপস্থিত ছিলেন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত Yousef S Y Ramadan, সৌদি আরবের রাষ্ট্রদূত Essa Yousef Essa Alduhailan, মিশরের রাষ্ট্রদূত Walid Ahmed Shamseldin এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত Rina Prihtyasmiarsi Soemarno.

 এসময় মুসলিম রাষ্ট্রদূতগণের পক্ষে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

ঢাকার জেলা প্রশাসক এ খাদ্য পরবর্তীতে দরিদ্র জনগণের মাঝে বিতরণ করবেন।

2020-04-11
Download