Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 15th November 2022
Press Release

‘স্কয়ার মাতা’ অনিতা চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

 

ঢাকা, ১৪ নভেম্বর ২০২২:
 
 
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দেশ বরেণ্য শিল্পপতি প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি।
 
 
পররাষ্ট্রমন্ত্রী এক শোকবার্তায় বলেন, ‘স্কয়ার মাতা’ হিসেবে সুপরিচিত অনিতা চৌধুরী ছিলেন অত্যন্ত মানবহিতৈষী ও একজন বিনয়ী মানুষ। তিনি সবসময় দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও মানবসম্পদ উন্নয়নের কথা ভাবতেন। ড. মোমেন বলেন, স্যামসন এইচ চৌধুরীর পাশে থেকে অনুপ্রেরণা দিয়ে অনিতা চৌধুরী শুধু স্কয়ার গ্রুপের সাফল্যে অবদান রাখেননি– দেশের শিল্প-বাণিজ্য প্রসারে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া দেশের দরিদ্র ও অসহায় মানুষের সহযোগিতায় তিনি অত্যন্ত উদার ও আন্তরিক ছিলেন।
 
 
পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত অনিতা চৌধুরীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
 
উল্লেখ্য, অনিতা চৌধুরী বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (রবিবার) ঢাকায় মৃত্যুবরণ করেন।  
2022-11-14
Download