Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 26th November 2019
Press Release

Territorial Waters and Maritime Zone (amendment) Act 2019 আজ মন্ত্রিসভায় অনুমোদিত

ঢাকা, ২৫.১১.২০১৯:

 

Territorial Waters and Maritime Zone (amendment) Act 2019 আজ মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

 

বঙ্গবন্ধু অনুমোদিত Territorial Waters and Maritime Zone Act 1974 সংস্কার ও যুগোপযোগী করে আজ এ আইন অনুমোদিত হয়েছে। সমূদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী এ সংস্কার করা হলো।

 

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, পৃথিবীতে যখন এ বিষয়ে কোন আইন সৃষ্টি হয়নি, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আইন পাশ করেন। পরবর্তীতে ভারত, পাকিস্তান, নরওয়েসহ পৃথিবীর বিভিন্ন দেশ একই ধরনের আইন পাশ করে। ১৯৮২ সালে জাতিসংঘ Maritime Zone Act গ্রহণ করে।

 

 ড. মোমেন বলেন, সমুদ্র বিষয়ক এ আইন থাকার ফলে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ১ লক্ষ ১৮ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুদূরপ্রসারী এ আইন পাশ করার ফলে বাংলাদেশ উপকূল থেকে ৩৫০ নট্রিক্যাল মাইল এলাকা পর্যন্ত বাংলাদেশের  সব ধরনের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া নর্থ পোল পর্যন্ত বাংলাদেশের অধিকার নিশ্চিত হয়েছে।

2019-11-25
Download