তারিখঃ ২০ ফেব্রুয়ারি ২০২১:
নিউইয়র্কস্থ এস্তোনিয়া কনস্যুলেট, লুই আই কান এস্তোনিয়া ফাউন্ডেশন, স্ক্যান্ডিনেভিয়াহাউস এবং ইয়েল ইউনিভার্সিটি প্রেস-এর যৌথ উদ্যোগে ২০ ফেব্রুয়ারি ২০২১ তারিখ, শনিবার দুপুর ১.০০ ঘটিকায় বিংশ শতাব্দির অন্যতম প্রভাবশালী স্থপতি এবং বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থাপত্য শিল্পী লুই আই কান এর ১২০তম জন্মবার্ষিকী উদযাপিত হয়।
অনলাইনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বাংলাদেশ জাতীয় সংসদ ভবন স্থাপনায় লুই আই কানের অনবদ্য অবদান সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তাঁর বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন লুই আই কান-এর সেরা শিল্পকর্মের একটি, যার স্থপতি হিসেবে তিনি বাংলাদেশের জনগণের কাছে সুপরিচিত। তিনি উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংঘটিত মহান মুক্তিযুদ্ধ তাঁকে প্রবলভাবে আলোড়িত করে এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত নব্য গণতন্ত্র, বাঙালী সংস্কৃতি, ঐতিহ্য এবং বাঙালী জাতির গৌরব গাঁথাকে উপজীব্য করে লুই আই কান জাতীয় সংসদ ভবনের অভিনব ও দৃষ্টিনন্দন নকশা চূড়ান্ত করেন।
কনসাল জেনারেল তাঁর বক্তব্যে উল্লেখ করেন, লুই আই কান-এর ১২০তম জন্মবার্ষিকী এমন একটি সময়ে উদযাপিত হচ্ছে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী একযোগে উদযাপিত হচ্ছে। এই ঐতিহাসিক সন্ধিক্ষণে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত আর্থ-সামাজিক উন্নয়ন এবং গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধ বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বিস্ময়কর রাষ্ট্রে পরিণত করেছে।
অনুষ্ঠানে লুই আই কানের ঘনিষ্টজনদের মধ্যে বিশিষ্ট স্থপতি হ্যারিয়েট প্যাটিসন, তাঁর পুত্র অস্কার মনোনয়ন প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা নাথানিয়েল কান এবং “দি হাউসেস অব লুইকান”-গ্রন্থের সহ-রচয়িতা উইলিয়াম হুইটাকার এবং এস্তোনিয়ার কনসাল জেনারেল কাইরি কুনকা ও অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বিশ্বখ্যাত স্থপতি লুই আই কান ১৯০১ সালের ২০শে ফেব্রুয়ারি এস্তোনিয়ায় জন্মগ্রহণ করেন।