Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 17th December 2023
Press Release

মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন

 

মাদ্রিদ, ১৪ ডিসেম্বর ২০২৩ ঃ

 

১৪ ডিসেম্বর ২০২৩ মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন করে। দিবসের কর্মসূচীর মধ্যে অন্যতম ছিল আলোচনা সভা, প্রামান্যচিত্র প্রর্দশন ও মোনাজাত । বেলা ১১:৩০ ঘটিকায় পবিত্র কোরআন থেকে তিলওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

 

স্পেন প্রবাসী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলোচনা সভায় স্বত:স্ফুর্ত অংশগ্রহণ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি, ১৯৭১ এর ১৪ ডিসেম্বরসহ মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন যে শহিদ বুদ্ধিজীবী দিবস জাতীয় জীবনে এক শোকাবহ দিন। পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশুন্য করার হীন উদ্দেশ্যে স্বাধীনতা বিরোধী রাজাকার-আলবদর, আল শামস বাহিনীর সহযোগিতায় ১৯৭১ সালের এই দিনে ঢাকাসহ দেশব্যাপী  খ্যাতনামা বুদ্ধিজীবীদের নারকীয় হত্যাযজ্ঞ চালায়। তিনি মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরনকারী সকল মুক্তিযোদ্ধাসহ শহিদ বুদ্ধিজীবীদের রূহের মাগফেরাত কামনা করেন। তিনি শহিদ বুদ্ধিজীবী দিবসে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের জন্য স্পেন প্রবাসী সকল বাংলাদেশীদেরকে উদাত্ত আহবান জানান।

 

আলোচনা সভায় দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, স্পেনপ্রবাসী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৪ ডিসেম্বরে শাহাদাৎ বরণকারী ব্যক্তিবর্গ, জাতীয় চার নেতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সকল শহীদের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দকে চা চক্রে আপ্যায়ন করা হয়।

2023-12-14
Download