ঢাকা, ২৪.০৬.২০১৯:
মৌলভীবাজার কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় উপবন এক্রপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেনত। পররাষ্ট্রমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
ড. মোমেন এক শোক বার্তায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়ে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন এবং আহতদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন। এছাড়া আমি যোগাযোগ মন্ত্রী ওবায়ুল কাদের ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সাথে আলাপ করেছি। শীঘ্রই ব্রিজটি চালু হবে এবং আগামী ১ সপ্তাহের মধ্যে নির্মিত নতুন ব্রিজ উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো: মাহবুব আলীকে বিমানের অতিরিক্ত ফ্লাইট চালুরও অনুরোধ করেছি।