পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ভগ্নিপতি; ছোট বোন শিপা হাফিজার স্বামী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেকঅধ্যাপক, ড. সৈয়দ মনোয়ার হেসেন বুখারি আজ ঢাকার ধানমন্ডিতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা, ছয় ভ্রাতা, এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ রাত ১০ টায় ধানমন্ডিরশংকর মসজিদে (রোড ৯/এ) অনুষ্ঠিত হবে । মরহুমের দাফন অনুষ্ঠিত হবে আগামীকাল সকালে তাঁর নিজ গ্রাম ঢাকার নবাবগঞ্জে ।