Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 26th February 2023
Press Release

লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নিজস্ব ভবন উদ্বোধন

 

লস এঞ্জেলেস, ২২ ফেব্রুয়ারি ২০২৩:
 
 
২২ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন, এম.পি. যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নিজস্ব চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন। এরপর তিনি কনস্যুলেটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে স্থাপিত জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান  এসময় লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কমুনিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।পররাষ্ট্র মন্ত্রী তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরেন । উন্নয়নের এই ধারায় তিনি প্রবাসী বাংলাদেশিদের আরো বেশি সম্পৃক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখতে আহবান জানান ।
 
 
পররাষ্ট্র মন্ত্রী কনস্যুলার কার্যক্রম ও কনস্যুলেট ভবনটি  পরিদর্শন করেন। একই দিনে পররাষ্ট্র মন্ত্রী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন । বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব যে পরিবেশ নিশ্চিত করেছে, তার সুবিধা নিয়ে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান।    
2023-02-22
Download