Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 6th November 2023
Press Release

তুরস্কে জাতীয় সংবিধান দিবস-২০২৩ উদযাপন

 

০৪ নভেম্বর ২০২৩/আংকারাতুরস্কঃ

 

আজ ০৪ নভেম্বর তুরস্কের আংকারাস্থ বাংলাদেশ দূতাবাসে “জাতীয় সংবিধান দিবস” উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে মান্যবর রাষ্ট্রদূত এম আমানুল হক-এর নেতৃত্বে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মকচারীদের নিয়ে দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ-এর মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

দিবসটি উপলক্ষ্যে দূতাবাসের সভাকক্ষে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানের প্রারম্ভে দূতালয়ের দ্বিতীয় সচিব মোঃ শফিক উদ্দিন অনুষ্ঠানের সূচী ঘোষনা করেন। অত:পর সাম্প্রতিক বিষয়ের উপর একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষ্যে মন্ত্রণালয় থেকে প্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। 

 

আলোচনা পর্বের প্রথমেই বাংলাদেশের সংবিধান-এর উপর আলোচনায় অংশগ্রহন করেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান। এরপরে জাতীয় সংবিধান-এর প্রতিপাদ্য বিষয় “বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা”-এর উপর আলোচনা করেন রাষ্ট্রদূত এম আমানুল হক।  তাঁর বক্তব্যে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি জাতীয় সংবিধান দিবস-এর গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোকপাত এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের মর্যাদা অক্ষুন্ন রাখতে দৃঢ় সংকল্পের কথা ব্যক্ত করেন এবং জাতীয় সংবিধান দিবসটি “ক”শ্রেনীভুক্ত করায় সরকারের নীতি-নির্ধারকদের ধন্যবাদ জানিয়ে আলোচনার সমাপ্তি টানেন।

 

পরিশেষে, পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ এবং দেশের জন্য প্রাণ উৎর্সগকারী শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

2023-11-04
Download