Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 5th July 2022
Press Release

ব্রুনাইয়ের সুলতানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়শ কেজি আম উপহার।

 

০৫ জুলাই ২০২২, বন্দর সেরি বেগাওয়ান:

 

ব্রুনাই দারুসসালাম-এর সুলতান হাজ্বি হাসসান আল-বলকিয়াহ মু'ইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবন সুলতান ওমর আলি সাইফুদ্দিন সা'দুল খাইরি ওয়াদ্দিন এর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে নয়শ কেজি বাংলাদেশের প্রসিদ্ধ ‘আম্রপালি’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহারের এই আমগুলো ০৫ জুলাই ২০২২ তারিখ ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন। আমগুলি সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য গত বছরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাইয়ের সুলতানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি বাংলাদেশের প্রসিদ্ধ 'হাড়িভাঙ্গা' আম পাঠিয়েছিলেন।

2022-07-05
Download