ঢাকা, ২৪.০৪.২০১৯:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন আজ ঢাকাস্থ শ্রীলংকার হাইকমিশনে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন। এসময় শ্রীলংকার হাইকমশিনারCrisanthe De Silva উপস্থিত ছিলেন।
স্বাক্ষরকালে ড. মোমেন সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সব ধরনের ‘জিরো টলারেন্স’ নীতি উল্লেখ করে বলেন, বাংলাদেশ সন্ত্রাসদমনে শ্রীলংকাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে। এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালনেরও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী এ দু:সময়ে শ্রীলংকার সরকার ও জনগণের পাশে থাকারও আশ্বাস দেন। এ ছাড়া তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।