২৯ জুন ২০২০:
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জনাব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ সকাল ০৯৩০ ঘটিকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর অকাল ও আকষ্মিক মৃত্যুতে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশন শোকাবিভূত এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।
জনাব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনসহ মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন।
জনাব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীতাঁর সহকর্মী এবং বন্ধুমহলে একজন বিনয়ী, বন্ধুবৎসল এবং অমায়িক ব্যাক্তি হিসেবে পরিচিত ছিলেন। চাকুরিজীবনে তিনি একজন সৎ, দক্ষ এবং আদর্শবান কর্মকর্তা হিসেবে সর্বজনবিদিত ছিলেন। তাঁর প্রয়াণে পরিবারে যে অসীম শূন্যতা তৈরি হয়েছে তাতে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা, সহমর্মিতা এবং একাত্মতা প্রকাশ করছে।