Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 10th October 2023
Press Release

ভিয়েতনামের মাননীয় ভাইস-প্রেসিডেন্ট ম্যাডাম ভু থি আন জুয়ান (H.E. Madam Vu Thi Anh Xuan)-এর সাথে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত সামিনা নাজের বিদায়ী সাক্ষাৎ

 

হ্যানয়, ভিয়েতনাম ০৫ অক্টোবর ২০২৩:

 

আজ ০৫ই অক্টোবর ২০২৩ ভিয়েতনামের মাননীয় ভাইস প্রেসিডেন্ট ম্যাডাম ভু থি আন জুয়ান (H.E. Madam Vo Thi Anh Xuan)-এর সাথে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ হ্যানয় প্রেসিডেন্সিয়াল প্যালেসে এক বিদায়ী সাক্ষাৎ করেন। উল্লেখ্য যে, মান্যবর রাষ্ট্রদূতের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্যই ভিয়েতনাম ক‚টনৈতিক প্রটোকলের বাহিরে প্রথমবারের মত দেশটির ভাইস প্রেসিডেন্ট বিদায়ী রাষ্ট্রদূতকে এ সংবর্ধনা প্রদান করেন। এ সময় ভাইস প্রেসিডেন্ট কার্যালয় এবং ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

ভিয়েতনামে সুদীর্ঘ ০৬ বছর অত্যন্ত সফলতার সহিত ক‚টনৈতিক দায়িত্ব পালনের জন্য মাননীয় ভাইস প্রেসিডেন্ট বিদায়ী রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান তাছাড়াও ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি ও গভীর করার পাশাপাশি সাম্প্রতিক ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির মাননীয় প্রেসিডেন্ট মান্যবর জনাব ভুওং দিন হুই-এর বাংলাদেশ সফরের ব্যবস্থা করার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। বিগত কয়েক বছরে বাংলাদেশের অভ‚তপূর্ব অর্জনের কথা উল্লেখ বলেন যে বাংলাদেশ বিশ্বের ৫০ টি বৃহৎ অর্থনৈতিক দেশের মধ্যে চমৎকার প্রবৃদ্ধির হার নিয়ে স্থান করে নিয়েছে। তাছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের ভুমিকা এবং সাম্প্রতিক ঢাকায় ৬ষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য অভিনন্দন জানান।

 

মান্যবর রাষ্ট্রদূতকে বিদায়ী সাক্ষাৎকারে সময় দেওয়ার জন্য এবং ভিয়েতনামের কর্মকালীন সময়ে সকল প্রকার সমর্থন ও সহযোগীতা করার জন্য মাননীয় ভাইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন যে, মাননীয় ভাইস প্রেসিডেন্ট ভিয়েতনামের রাজনৈতিক ব্যূবস্থার একটি শক্তিশালী স্তম্ভ হিসেবে বিবেচিত। মান্যবর রাষ্ট্রদূত, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভিয়েতনামে ন্যাশনাল অ্যাসেম্বলির মাননীয় প্রেসিডেন্ট-এর সফরের সফলতা সম্পর্কে ভাইস প্রেসিডেন্টকে অবহিত করেন। ভিয়েতনামের আর্থ-সামাজিক পরিস্থিতি, আঞ্চলিক ও আন্তজার্তিক ক্ষেত্রে  আসিয়ানের নেতৃত্ব দানে ভিয়েতনামের ভুমিকার জন্য বাংলাদেশ গুরুত্বারোপ করে থাকে বলে তিনি উল্লেখ করেন। ভিয়েতনাম বাংলাদেশের জন্য অনেক ক্ষেত্রে যেমন, কৃষি, পোশাক ও শিল্প ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে হিসেবে বিবেচিত হতে পারে, তবে বিনিয়োগ, শিল্প, সংস্কৃতি, ধর্ম, বৌদ্ধ পর্যটন ইত্যাদি ক্ষেত্রে এখনও দুই দেশের মধ্যে সহযোগীতার অনেক সুযোগ রয়েছে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন। রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করে বলেন যে, দুই দেশের অনেক ক্ষেত্রে অর্জন বিশেষ করে বাণিজ্য বিনিময়ে গত বছর ২০২২ সালে ১.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং অদূর ভবিষ্যতে ২ বিলিয়ন ডলারের লক্ষ্যে পৌছাবে। বাংলাদেশ-ভিয়েতনামের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে দুই দেশের মধ্যে ভিয়েতনাম-বাংলাদেশ মৈত্রী সংস্থার মত কিছু প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে রাষ্ট্রদূত মনে করেন সেই সাথে আনন্দের সাথে  জানান যে, ইতিমাধ্যে বাংলাদেশ-ভিয়েতনাম মৈত্রী সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। 

 

মাননীয় ভাইস প্রেসিডেন্ট ম্যাডাম ভু থি আন জুয়ান বলেন যে, রাষ্ট্রদূত সামিনা নাজ সম্পর্কে তার ভাল ধারনা রয়েছে। রাষ্ট্রদূত ভিয়েতনামে একজন সক্রিয় ও ডাইনামিক রাষ্ট্রদূত হিসেবে ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে গভীর করতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছেন। বাংলাদেশ-ভিয়েতনাম কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে মাননীয় ভাইস প্রেসিডেন্ট আনন্দের সাথে উল্লেখ করেন যে, উভয় সরকারের নিরন্তর প্রচেষ্টায় দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক, কূটনৈতিক এবং বিশেষত বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ উন্নতি লাভ করেছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে উভয় দেশেরই একে অপরের প্রতি সবসময় ভালো বোঝাপড়া ও সমর্থন রয়েছে। উভয় দেশই জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নির্বাচিত হয়েছে তাই মানবাধিকার ইস্যু, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়ে একে অপরকে সমর্থনের সুযোগ রয়েছে। মাননীয় ভাইস প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন যে বিশ্বের দ্রুত পরিবর্তন এবং চ্যালেঞ্জের পূর্বাভাস দেওয়া কঠিন, তাই প্রতিটি দেশের স্থিতিশীল ও টেকসই উন্নয়নের জন্য ভাল নীতি থাকা উচিত। ভিয়েতনাম চায় বাংলাদেশ ও ভিয়েতনাম বিরোধ নিষ্পত্তি, ঐতিহ্যগত ও অপ্রচলিত নিরাপত্তা বিষয়ক ইস্যুতে একে অপরকে সহায়তা করবে। উভয় দেশের চ্যালেঞ্জ, অসুবিধা, উন্নয়নের নুতন ধারা কাটিয়ে ওঠার জন্য একসঙ্গে কাজ করা উচিত, জনগনের সামাজিক নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করতে, বিশেষ করে নারী ও শিশুর অধিকার। ভিয়েতনাম বাংলাদেশের সাথে বাণিজ্য উন্নয়ন, মানবসম্পদ এবং দক্ষতা, শিক্ষা, জনগনের আয় বৃদ্ধি এই অঞ্চলের নতুন সরবরাহ শৃঙ্খলে অংশ নেওয়া এবং বিশ্ব অর্থনীতেতে সহযোগীতা বাড়াতে মানবসম্পদ স্তরের উন্নয়নে সহযোগীতা করতে চায়। সংস্কৃতি, পিপল টু পিপল যোগাযোগ, ধর্ম এবং দুই দেশের একে অপরকে আরও ভালভাবে বোঝার জন্য সহযোগীতার জন্য একটি নতুন পদ্ধতির প্রয়োজন হবে বলে তিনি মন্তব্য করেন।

 

মাননীয় ভাইস প্রেসিডেন্ট মান্যবর রাষ্ট্রদূতকে তাঁর অনুভুতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতের সাফল্য এবং ব্যক্তিগত জীবনে সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেন ।

 

এ প্রসঙ্গে দৈনিক ভিয়েতনাম টাইমসে প্রকাশিত প্রতিবেদনটির লিংক নিম্নে দেওয়া হলো-  https://vietnamtimes.org.vn/outgoing-bangladeshi-ambassador-bids-farewell-to-vietnamese-vice-president-65849.html

 

2023-10-05
Download