কাঠমান্ডু, ২১ ফেব্রুয়ারী ২০২১:
বাংলাদেশ দূতাবাস, কাঠমান্ডু, নেপাল ২১ ফেব্রুয়ারী ২০২১ তারিখে মহান শহিদ দিবস (অমর একুশে) ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন করে। দূতাবাস এ উপলক্ষ্যে সকালে প্রভাত ফেরী এবং বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
দূতাবাস প্রাঙ্গনে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী-এর নেতৃত্বে পতাকা উত্তোলনের মাধ্যমে শহিদ দিবস (অমর একুশে) ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচীর সূচনা করা হয়। সকল ভাষা শহিদসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার ও ভাষার জন্য ও দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহিদদের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়নের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় দুইটি প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণীসমূহ পাঠ করা হয়। অলোচনা অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ছাড়াও নেপাল-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি এল বি শ্রেষ্ঠা, নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাসোসিয়েশনের সভাপতি দিন দয়া রিজাল ও নেপালে বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। রাষ্ট্রদূত সমাপনী বক্তব্যে ভাষা শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানকে এবং সকল শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন যে, জাতির পিতার আজীবন সংগ্রামের ফলে আজ বাংলাদেশের শিশুরা একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ লাভ করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের “সোনার বাংলায়” রূপান্তরের দিকে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে সার্ক সচিবালয়ের কর্মকর্তাগণ, নেপালের সিভিল সোসাইটির সদস্যবৃন্দ, নেপালে বসবাসরত প্রবাসী বাংলাদেশীগণ এবং নেপালে কর্মরত বিভিন্ন পেশার বাংলাদেশী প্রবাসীগণ সপরিবারে উপস্থিত ছিলেন।
অপরাহ্ণে রাষ্ট্রদূত নেপাল একাডেমি কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি কবিতা আবৃত্তি অনুষ্ঠানের উদ্বোধনী অংশে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। নেপালে প্রচলিত শতাধিক ভাষায় রচিত কবিতা আবৃত্তির এই অনুষ্ঠানে নেপালের মহামান্য উপ-রাষ্ট্রপতি জনাব নন্দ বাহাদুর পুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপ-রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায়ে মুখ্য ভূমিকা পালনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।