ব্যাংকক, ১৫ আগস্ট ২০২৩ঃ
বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক আজ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালন করে। দিনের শুরুতে মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ আব্দুল হাই জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এ আয়োজনে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারি, স্থানীয় আওয়ামী লীগ ও প্রবাসি বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহিদ সদস্য, ১৫ আগস্ট নিহত অন্যান্য শহিদ ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দূতাবাসের কাউন্সেলর (শ্রম) জনাব মোঃ ফাহাদ পারভেজ বসুনীয়া। দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের (মিনিস্টার) রাজনৈতিক ও মিশন উপপ্রধান মিজ মালেকা পারভীন, এনডিসি, মিনিস্টার (কনস্যুলার) জনাব হাসনাত আহমেদ, ইকনোমিক মিনিস্টার জনাব সৈয়দ রাশেদুল হোসেন এবং কাউন্সেলর (রাজনৈতিক) জনাব নির্ঝর অধিকারী। অনুষ্ঠানে ‘বাঙালির কাল রাত’ শীর্ষক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ’’ শীর্ষক আলোচনাপর্বে অংশগ্রহণ করেন। দূতাবাসের মিনিস্টার (কনস্যুলার) জনাব হাসনাত আহমেদ তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর হত্যাকান্ড দেশি ও বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন। দূতাবাসের (মিনিস্টার) রাজনৈতিক ও মিশন উপপ্রধান মিজ মালেকা পারভীন, এনডিসি নতুন প্রজন্মের মাঝে সঠিক ইতিহাসের পাঠ চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া, থাইল্যান্ডের মহাচুলালংকর্ন বিশ্ববিদ্যালয় এর বাংলাদেশ ছাত্র ক্লাবের সভাপতি জনাব ড. তিরাসাতু থের (লাভলু ভিক্ষু), এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির বাংলাদেশ এসোসিয়েশন এর প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আল আমিন সরদার, থাইল্যান্ড আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক জনাব নেয়ামত আলী তালুকদার বাংলাদেশ কমিউনিটির পক্ষ হতে আলোচনাপর্বে অংশগ্রহণ করেন।
মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ আব্দুল হাই তাঁর বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে উল্লেখ করেন, এ ধরনের নির্মম হত্যাকান্ড শুধু বাঙালির ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে বিরল। তিনি বলেন, স্বাধীনতার বিপক্ষের শক্তি বা বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সংঘটিত এ ধরনের হত্যাকাণ্ডের ব্যাপারে সেসময় আমাদের সতর্কতার অভাব ছিল। এ হত্যাকাণ্ড শুধুমাত্র কিছু বিপথগামী সেনাসদস্যের সংঘটিত অপরাধ ছিলনা। ঘাতকদের বিদেশস্থ যে সকল বাংলাদেশ দূতাবাসে চাকরি প্রদানের মাধ্যমে পুনর্বাসিত করা হয়েছিল তার কারণ খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দূতাবাস কর্তৃক ব্যাংককস্থ ইসলামিক সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যবর্গের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজন এবং এতিম ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান জনাব মোঃ মাসূমুর রহমান।