পাবনার সাবেক সাংসদ মঞ্জুর রহমান বিশ্বাসের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
ঢাকা, ২০ জুলাই ২০২৩:
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি।
আজ এক শোকবার্তায় তিনি মরহুম মঞ্জুর রহমান বিশ্বাসের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে মঞ্জুর রহমান বিশ্বাসের বিশেষ অবদান রয়েছে। তিনি সংসদ সদস্য হিসেবে তাঁর নির্বাচনী এলাকার উন্নয়নে অনেক অবদান রেখেছেন। ব্যক্তি জীবনেও তিনি অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন। সাধারণ মানুষের কল্যাণে তিনি নিবেদিতপ্রাণ ছিলেন। তাঁর অবদানের কথা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
মরহুম মঞ্জুর রহমান বিশ্বাসের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত ছিলেন। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীতে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।