ঢাকা, ০৪.০৩.২০১৮:
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতিমণ্ডলীর সদস্য, জনপ্রাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক শোক বার্তায় বলেন, বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের পুত্র সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। দেশের গণতান্ত্রিক ও সমৃদ্ধির অগ্রযাত্রায় আদর্শবান, দেশপ্রেমিক ও মেধাবী গণমানুষের এ নেতার অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম রাজনৈতিকভাবে আমাদের অনুসরণীয় এক ব্যক্তিত্ব। তাঁর এই চলে যওয়ায় দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হলো। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।