Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 24th December 2018
Press Release

আন্তর্জাতিক অপরাধ আদালতের ব্যুরোর সদস্য হিসেবে বাংলাদেশ নির্বাচিত।

০৬ ডিসেম্বর ২০১৮, ঢাকা ।                                                  

০৫-১২ ডিসেম্বর ২০১৮ দি হেগে অনুষ্ঠিত রোম স্ট্যাচুটের সদস্য রাষ্ট্রসমূহের ১৭ তম অধিবেশনে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর ব্যুরো’র সদস্য হিসেবে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। রোম স্ট্যাচুটের সদস্য রাষ্ট্রসমূহের সর্বসম্মতিক্রমে আগামী দুই (২০১৯-২০) বছরের জন্য ব্যুরো সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ২০১০ সালে আইসিসি- এর সদস্যরাষ্ট্র হিসেবে যোগদানের পর এই প্রথম বাংলাদেশ ব্যুরোর সদস্য হিসেবে কাজ করতে যাচ্ছে।

 

১২৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২১ টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত ‘ব্যুরো’ আইসিসির শীর্ষ পরামর্শক পর্ষদ হিসেবে পরিগণিত। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য হিসেবে ২০১৯ সালের জন্য বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া ও জাপান এবং 2020 সালে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া এবং ফিলিস্তিন ব্যুরো-এর প্রতিনিধিত্ব করবে। সাধারণত ব্যুরো আইসিসি-এর বাজেট চূড়ান্তকরণ, বিচারক, প্রসিকিউটর, ডেপুটি প্রসিকিউটর নির্বাচন সম্পর্কিত গুরুত্বপূর্ন সিদ্বান্ত গ্রহণ করে থাকে।

2018-12-06
Download