০৮ আগস্ট ২০২২, কাঠমান্ডু:
কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস ০৮ আগস্ট ২০২২ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। দূতাবাস প্রাঙ্গনে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী কর্তৃক পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী ও কাঠমান্ডুতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এবং তাঁদের পরিবারের শহীদ সদস্যগণ, সকল বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের জন্য এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।
দিবসটির তাৎপর্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয় এবং বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জীবন ও আত্মত্যাগের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচকগণ বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সঙ্কট ও সংগ্রামে বঙ্গবন্ধুর নির্ভীক সহচর হিসেবে এবং স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর শক্তি ও সাহসের উৎস হিসেবে তাঁর ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। আলোচকগণ বঙ্গমাতাকে জাতির জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে অভিহিত করেন।