২৫ জুন ২০২২ঃ
বাংলাদেশ দূতাবাস, বুখারেস্ট অত্যন্ত আনন্দের সাথে ‘পদ্মা সেতুর শুভ উদ্বোধন’ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
দূতাবাস প্রাঙ্গনে পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্যবর রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানের সূচনা হয়। অতঃপর উদ্বোধন উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যসহ পুরো অনুষ্ঠানের অংশবিশেষের ভিডিও প্রদর্শন করা হয়।
মান্যবর রাষ্ট্রদূত তাঁর স্বাগত বক্তব্যে সরকারসহ এ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি এ প্রকল্প বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাহসিকতা, বলিষ্ঠ পদক্ষেপ এবং যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলেই বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে। তিনি আরও বলেন পদ্মা সেতু নির্মাণের ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো। তিনি বলেন একটি দেশের আর্থ সমাজিক উন্নয়নের পূর্ব শর্তহলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড গ্রহণ ও বাস্তবায়নের ফলে দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি সাধিত হচ্ছে এবং বাস্তবায়িত হচ্ছে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ মেগা প্রকল্প।
তিনি বলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার নির্দেশিত পথে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়াও বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রবাসি সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। তিনি সকল প্রবাসীকে দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাদের কষ্টার্জিত অর্থ বৈধভাবে ফ্রেরণ করতে আহবান জানান। সবশেষে জাতির পিতা ও তাঁর পরিবারবর্গ, শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত উন্নয়ন অগ্রযাত্রা কামনা করে মোনাজাত করা হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয়।