প্রেস বিজ্ঞপ্তি
ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম এ ‘বাংলাদেশ দিবস’ অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর ২০২৩, বন্দর সেরি বেগওয়ান
ব্রুনাই দারুসসালাম এ অবস্থিত বাংলাদেশ হাইকমিশ এবং ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম এর যৌথ আয়োজনে ইউনিভার্সিটি এর ইন্সটিটিউট অব লিডারশিপ, ইনোভেশন এন্ড এডভান্সমেন্ট (ILIA) এর কনফারেন্স হলে ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে “বাংলাদেশ দিবস” অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাই কমিশনার নাহিদা রহমান সুমনা এবং ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম এর সহকারী ভাইস চ্যান্সেলর (গ্লোবাল এফেয়ার্স) ড. জয়েস তেও সিউ ইয়ান তাদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রতিনিধিত্ত্বকালে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, ইউনিভার্সিটি এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইউনিভার্সিটিতে কর্মরত বাংলাদেশি শিক্ষক ও অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সিংগাপুর ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এবং কম্বোডিয়া, অস্ট্রেলিয়া, ওমান ও লাওসের ডেপুটি হেড অব মিশন অনুষ্টানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে মান্যবর হাইকমিশনার তার বক্তব্যে বাংলাদেশ এর সাথে ব্রুনাই এর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলাদেশ এর অভূতপূর্ব উন্নয়নের চিত্র উপস্থাপন করার পাশাপাশি তিনি ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম এ অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত বঙ্গবন্ধু ফেলোশিপ নিয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়া শিক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ে ব্রুনাই থেকে শিক্ষার্থী গমন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশ সফরের গুরুত্ব ও অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি সুলতানের সুস্বাস্থ্য কামনা করেন।
ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম এর ভাইস চ্যান্সেলর এর পক্ষে সহকারী ভাইস চ্যান্সেলর তার বক্তব্যে এই আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ প্রদান করে বাংলাদেশ এর সাথে ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম এর শিক্ষা সংক্রান্ত সহযোগিতা কার্যক্রমের পরিধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম এর লাইব্রেরিতে সংরক্ষণের জন্য কিছু বই উপহার দেয়া হয়। বাংলাদেশ এর অমিত পর্যটন সম্ভাবনা নিয়ে নির্মিত ভিডিও প্রদর্শনের পাশাপাশি অনুষ্ঠানের শেষ অংশে তিমুর-লেস্তে ব্রুনাইয়ের প্রাক্তন রাষ্ট্রদূত পুয়ান নোরাজলিয়ানাহ তার বাংলাদেশ সফরের বর্নাঢ্য অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশ সফর কালে তার নিজের ক্যামেরায় তোলা বাংলাদেশের মানুষ ও গুরুত্বপূর্ণ স্থানের ছবি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে অত্যন্ত সুনিপুনভাবে সবার নিকট প্রদর্শন করে বর্ণনা করেন। সর্বশেষে মান্যবর হাইকমিশনার উপস্থিত অতিথিবৃন্দদের নিয়ে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের নানাবিধ উপকরন নিয়ে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন। উপস্থিত সবাই 'বাংলাদেশ দিবস' এর এই চমৎকার আয়োজনের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন এবং ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম কর্তৃপক্ষ ও বাংলাদেশ হাইকমিশনারকে বিশেষ ধন্যবাদ জানান। বাংলাদেশ-ব্রুনাই দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করতে তারা ভবিষ্যতে এরকম অনুষ্ঠান আয়োজন অব্যহত রাখার অনুরোধ জানান।