Wellcome to National Portal
  • ministry1
Text size A A A
Color C C C C

Last updated: 4 October 2020
Press Release

কুয়েতের আমিরের মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করলেন পররাষ্ট্রমন্ত্রী

rsz_img-20201002-wa0006

 

ঢাকা, ২ অক্টোবর,২০২০:

 

কুয়েতের আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ’র (Sabah Al-Ahmad Al-Jaber Al- Sabah) মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। ঢাকাস্থ কুয়েতের দূতাবাসে রাখা শোক বইয়ে আজ  স্বাক্ষর করেন তিনি ।

এসময় ড. মোমেন উল্লেখ করেন,শেখ সাবাহ ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। তিনি ১৯৭৪ সালে বাংলাদেশে এসে জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওআইসি সম্মেলনে নিয়ে যান।

ড. মোমেন বলেন,শেখ সাবাহ দূরদর্শী এবং মুসলিম উম্মাহর জন্য একজন উদার নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে মুসলিমবিশ্ব তাদের স্বার্থরক্ষায় নিবেদিতপ্রাণ একজন বিশ্বনেতাকে হারালো।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সেদেশের এ আমিরের অবদান এদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।

ড. মোমেন বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শেখ সাবাহ’র প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন । তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন । পররাষ্ট্রমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবার এবং সেদেশের ভাতৃপ্রতীম জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বইয়ে স্বাক্ষরকালে কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মেদ এ. এইচ হায়াত (Adel Mohammed A. H. Hayat) উপস্থিত ছিলেন।

2020-10-02
Download