Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 22nd August 2020
Press Release

Bangladesh Permanent Mission in Geneva on the bilateral meeting with the Federal Department of Foreign Affairs (FDFA) of Switzerland by H.E. the Ambassador and P

 

জেনেভা, ১৯ আগস্ট ২০২০:

 

 “প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ সফল ভাবে কোভিড-১৯ সংকট মোকাবেলা করছে।” সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী ‍স্টেট সেক্রেটারি জনাব রাফায়েল নাগেলি’র সাথে আজ বিদায়ী সাক্ষাতকালে সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান এ কথা উল্লেখ করেন। এ সময় রাষ্ট্রদূত আহসান কোভিড ১৯-এর প্রেক্ষিতে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলা এবং অর্থনীতি ও উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন বলেও অবহিত করেন।

 

গত এক দশকে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামজিক উন্নয়নের ধারাবাহিকতায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১-এর আলোকে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টা, এবং কোভিড-১৯ সৃষ্ট পরিবর্তিত প্রেক্ষাপটে দু-দেশের মধ্যে দৃঢ়তর অর্থনৈতিক সম্পর্কের উপর রাষ্ট্রদূত জোর প্রদান করেন। এ প্রেক্ষিতে বাংলাদেশে বিদেশী বিনিয়োগের নানাবিধ সুযোগ-সুবিধার কথা তুলে ধরে তিনি সুইজারল্যান্ডের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান। এছাড়া বাংলাদেশি পোশাক শিল্প এবং ফার্মসিউটিক্যাল খাতের বিশ্বজোড়া খ্যাতি তুলে ধরে সুইস বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বৃদ্ধির লক্ষ্যে তিনি সুইস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া রাষ্ট্রদূত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন এবং তাদের মানবাধিকার লঙ্গনের যথাযথ ন্যায় বিচারের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে সুইজারল্যান্ডসহ আর্ন্তজাতিক সম্প্রদায় কর্তৃক কার্যকর ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।

 

সুইস সহকারী ‍স্টেট সেক্রেটারি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন এবং বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরো দৃঢ়তর করার লক্ষ্যে সুইস কর্তৃপক্ষের সংশ্লিষ্ট দপ্তর সমূহের সাথে বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরার আশ্বাস প্রদান করেন।

2020-08-19
2020.08.19 Press realese on meeting with FDFA by HEPR.pdf 2020.08.19 Press realese on meeting with FDFA by HEPR.pdf
Download