Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 30th August 2023
Press Release

উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর সাথে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

 

তাসখন্দ, ২৯ আগষ্ট ২০২৩:

 

বাংলাদেশের রাষ্ট্রদূত ড.মোহাম্মদ মনিরুল ইসলাম ২৯ আগষ্ট ২০২৩ তারিখে উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী বখতিয়ার ওডিলোভিচ সাইডভ এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন।

 

বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে আলাপকালে উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রদূতের কর্মকালীন সময়ে তাঁর কূটনৈতিক মিশনের সার্বিক সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর কাছে তাঁর ব্যক্তিগত শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দিতে অনুরোধ করেন। বাংলাদেশকে দক্ষিনএশিয়ার মধ্যে উজবেকিস্তানের গুরুত্বপূর্ণ বন্ধু ও অংশীদার হিসেবে অভিহিত কওে তিনি বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উপর জোর গুরুত্ব আরোপ করেন। আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির ভ’য়সী প্রশংসা কওে  উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী আগামী দিনে বাংলাদেশের সাথে ব্যবসা-বানিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরো গভীর ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন, বিশেষ কওে তৈরী পোষাক ও ওষুধ শিল্প খাতে অপার স¤ভাবনা রয়েছে বলে তিনি ঊল্লেখ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর পক্ষ থেকে উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীকে তাঁর আন্তরিক অভিন্দন ও শুভকামনা জানান এবং তাঁকে বাংলাদেশ  সফরের আমন্ত্রন জানান। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অগ্রযাত্রার চিত্র তুলে ধরে তিনি উজবেকিস্তানের ব্যবসায়ী নেতৃবৃন্দকে আরো ব্যপকভাবে বাংলাদেশের বানিজ্য ও বিনিয়োগ সুবিধাসমূহ কাজে লাগানোর বিষয়ে উদ্বুদ্ধ করতে পররাষ্ট্র মন্ত্রীকে আন্তরিকভাবে অনুরোধ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশে উজবেকিস্তানের দূতাবাস স্থাপন এবং ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পুনরায় চালুকরণ এর বিষয়ে উজবেক পররাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। আলাপকালে রাষ্ট্রদূত ড. ইসলাম দুদেশের মধ্যে সর্ব্বোচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক সফর আয়োজনের বিষয়ে উজবেকিস্তান পররাষ্ট্র মন্ত্রীর সহায়তা কামনা করেন।

 

আগামী দিনে বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌছাবে - এ প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে।

2023-08-29
Download