Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 17th December 2023
Press Release

বাংলাদেশ দূতাবাস, জাকার্তায় যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস-২০২৩’ উদযাপন

 

জাকার্তা, ১৬ ডিসেম্বর ২০২৩:

 

বাংলাদেশ দূতাবাস, জাকার্তা যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে ‘মহান বিজয় দিবস-২০২৩’ উদযাপন করেছে। সকালে দূতাবাস ভবনে চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব মোঃ সাজেবুর রহমান কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী ও ইন্দোনেশিয়াস্থ বাংলাদেশি কমিউনিটির সদস্যবর্গের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

 

পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মধ্যদিয়ে মহান বিজয় দিবসের আলোচনা সভা শুরু করা হয়। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শুনানো হয়। ইন্দোনেশিয়ায় বসবাসরত বাংলাদেশি সুধীজন ‘মহান বিজয় দিবস’ উপলক্ষ্যে তাদের বক্তব্য তুলে ধরেন এবং বাংলাদেশি কমিউনিটি-এর সদস্যগণ ও শিশুদের নিয়ে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরবর্তিতে, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর ‘স্বাধীনতা কি করে আমাদের হলো’ প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে প্রবাসী বাংলাদেশিদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র ‘গেরিলা’ প্রদর্শন করা হয়।

 

চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব মোঃ সাজেবুর রহমান তাঁর বক্তব্যে বলেন যে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে জাতিরাষ্ট্র ‘বাংলাদেশ’ প্রতিষ্ঠা হলো বাঙালি জাতির শ্রেষ্ঠতম অর্জন। এই অর্জনকে অর্থবহ করতে স্বধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সবাইকে জানতে ও জানাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী বিনির্মানে নিজ নিজ অবস্থান থেকে আমরা সবাই কাজ করে যাবো-বিজয় দিবসে এটাই হোক আমাদের অঙ্গীকার।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সকল শহিদসহ দেশ ও দেশের কল্যানে জীবন উৎসর্গকারী সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়। সবশেষে অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা গ্রহণ করা হয়।  
2023-12-16
Download