25 মার্চ, 2023 পোর্ট লুইস:
ইতিহাসের ঘৃণ্যতম ও নৃশংসতম গণহত্যার স্মরণে এবং 25শে মার্চ রাতে সংঘঠিত গণহত্যাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভের উদ্দেশ্যে বাংলাদেশ হাই কমিশন, পোর্ট লু্ইসে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে গণহত্যা দিবস 20২৩ পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যসহ 25শে মার্চের কালরাতে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করা হয়। গণহত্যা দিবস উপলক্ষ্যে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরবর্তীতে 25শে মার্চের কালোরাত্রের উপর নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত সকলকে নাড়া দেয়।
মান্যবর হাইকমিশনার তার বক্তেব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ এবং নির্যাতিত দুই লক্ষ মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। গণহত্যা দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে মান্যবর হাই কমিশনার গণহত্যার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, 2017 সাল থেকেই রাষ্ট্রীয়ভাবে 25শে মার্চ গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তিনি আরো বলেন যে, 25শে মার্চসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মত্যাগের স্বীকৃতি লাভের জন্যই আন্তর্জাতিকভাবে এ দিবসটির স্বীকৃতি আদায় একান্ত প্রয়োজন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, আমরা নিশ্চয়ই একদিন সফল হবো।