Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 16th October 2018

সৌদি আরবের বাদশাহ এর আমন্ত্রণে আগামী ১৭-১৮ অক্টোবর ২০১৮ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের বিষয়ে মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর সংবাদ সম্মেলন।

তারিখঃ ১৫ অক্টোবর ২০১৮, সময়ঃ ১৭০০ঘটিকা, স্থানঃ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা, ঢাকা

 

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে  স্বাগতম। 

আপানারা জানেন যে, সৌদি আরবের বাদশাহ পবিত্র দু’মসজিদের তত্ত্বাবধায়ক সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ এর আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭-১৮ অক্টোবর ২০১৮ তারিখে সৌদি আরর সফর করবেন। আমিসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবো।

০২.        মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৬ অক্টোবর ২০১৮ অপরাহ্নে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে সরাসরি রিয়াদ যাবেন। ১৭ অক্টোবর তিনি রিয়াদে সৌদি আরবের মহামহিম বাদশাহ- এর সাথে বৈঠকে মিলিত হবেন। এদিন বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নব নির্মিত নিজস্ব ভবন উদ্বোধন করবেন। তাছাড়া তিনি কাউন্সিল অব সৌদি চেম্বারস কর্তৃক আয়োজিত এক বিজনেস সেমিনারে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।

০৩.        ১৭ অক্টোরব রাতেই মাননীয় প্রধানমন্ত্রী রিয়াদ থেকে মদীনা গমন করবেন। ১৮ অক্টোবর সকালে মাননীয় প্রধানমন্ত্রী মহানবী (সঃ) এর পবিত্র রওজা মোবারক যিয়ারত করবেন। তারপর তিনি মদীনা থেকে মক্কা যাবেন এবং রাতে পবিত্র ওমরাহ পালন করবেন।

০৪.        ১৮ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের জন্য সম্প্রতি ক্রয়কৃত জমিতে নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। ১৯ অক্টোবর প্রত্যুষে মাননীয় প্রধানমন্ত্রী জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন।

০৫.        আপনারা অবগত আছেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের ভ্রাতৃপ্রতীম সম্পর্ক বিদ্যমান। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও দক্ষ কূটনৈতিক তৎপরতায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক আরো জোরালো ও বহুমুখী হয়েছে। আবহমান ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি সামরিক ক্ষেত্রেও সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে। ইতোপূর্বে সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী ইসলামী সামরিক জোটে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায়, সৌদি আরব কর্তৃক আয়োজিত এক মাসব্যাপী (১৮ মার্চ - ১৬ এপ্রিল ২০১৮ পর্যন্ত) একটি যৌথ সামরিক মহড়া (Gulf Shield-I)- এ বাংলাদেশ অংশগ্রহণ করেছে। এ মহড়ায় মোট ২৩ টি বন্ধুপ্রতীম দেশ অংশগ্রহণ করেছিলো। সৌদি বাদশাহের আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী ১৬ এপ্রিল ২০১৮ তারিখে Eastern Province এ অনুষ্ঠিত যৌথ মহড়ার সমাপনী ও কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী সৌদি বাদশাহের আমন্ত্রণে রিয়াদে অনুষ্ঠিত  Arab Islamic American Summit’- এ অংশগ্রহণের জন্য ২১ মে ২০১৭ তারিখে সৌদি আরব সফর করেন। এছাড়াও, মাননীয় প্রধানমন্ত্রী ০৪-০৭ জুন ২০১৬ তারিখে সৌদি আরবে ঐতিহাসিক সফরকালে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এর সাথে ফলপ্রসূ বৈঠক করেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরগুলোর ফলে দু’দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে নতুনমাত্রা যুক্ত হয়েছে, তাঁর এ সফরের মাধ্যমে তা আরো সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

০৬.        মাননীয় প্রধানমন্ত্রী এ সফরকালে বাংলাদেশের আর্থ-সামাজিক খাতে অর্জিত সাফল্য সৌদি নেতৃবৃন্দের নিকট তুলে ধরবেন এবং দারিদ্র ও শোষণমূক্ত জ্ঞান-ভিত্তিক উন্নত সোনার বাংলা নির্মাণে আগামী দিনগুলোতে বিভিন্ন খাতে সৌদি আরবের আরো বেশী অংশিদারিত্বের উপায় ও কৌশল নিয়ে আলোচনা করবেন। শ্রমখাত, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহায়তা, মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য ও সমৃদ্ধি, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা ইত্যাদি বিষয় এ সফরকালে আলোচনায় প্রাধান্য পাবে বলে আশা করা যাচ্ছে।  এ সফরকালে সরকারী ও বেসরকারী খাতে সহযোগিতা সংক্রান্ত একাধিক সমোঝতা স্মারক  স্বাক্ষরিত হবে বলে আশা করা যায়।

আপনাদের সবাইকে ধন্যবাদ।