Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 23rd April 2019
Press Release

ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশন (ফোসা) গত ২০ এপ্রিল ২০১৯ তারিখে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক মনোজ্ঞ বৈশাখী উৎসবের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪২৬ কে বরণ করে নেয়।

২১ এপ্রিল, ২০১৯                                                                                    প্রেস বিজ্ঞপ্তি

 

ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশন (ফোসা) গত ২০ এপ্রিল ২০১৯ তারিখে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক মনোজ্ঞ বৈশাখী উৎসবের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪২৬ কে বরণ করে নেয়। এ বছরের উৎসবের মূল উপাপাদ্য ছিল “উৎসবে বাংলাদেশ”। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন, এমপি। অন্যান্য উপস্থিতির মধ্যে শিক্ষামন্ত্রী ড.দীপু মণি,এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, এমপি,   পররাষ্ট্র বিষয়ক  সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ ফারুক খান, এমপি, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব), সাবেক রাষ্ট্রদূত, বিদেশী রাষ্ট্রদূত, সম্মানিত ব্যক্তিবর্গ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ বছর ফোসা আয়োজিত উৎসবটি বৈচিত্রময় সংস্কৃতি ও ধর্মকে ভিত্তি করে বাংলাদেশের উৎসবগুলোকে উপস্থাপন করা হয়। ফোসার সভাপতি সোনিয়া সুলতানা (নাসরীন) স্বাগত বক্তব্য প্রদান করেন্। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন, এমপি,  ফোসার প্রধান পৃষ্ঠপোষক পররার্ষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, ফোসার পৃষ্ঠপোষক পররার্ষ্ট্র প্রতিমন্ত্রীর সহধর্মিনী এস. আয়েশা আখতার জাহান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল দেশীয় নৃত্য, লোকজ সংগীত, কবিতা আবৃত্তি ইত্যাদি। এছাড়াও ভারতীয় ও শ্রীলংকান ঐতিহ্যমন্ডিত নৃত্য পরিবেশিত হয়। । অনুষ্ঠানটি শুরু হয় মঙ্গল শোভাযাত্রা দিয়ে এবং বাঙ্গালি বাহারী রকমের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

2019-04-21
Download