Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 21st March 2021
Press Release

মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সলিহ’র (Ibrahim Mohamed Solih) রাষ্ট্রীয় সফর পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের বক্তব্য

 

১৮ মার্চ ২০২১:

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে গতকাল বাংলাদেশ সফরে আসেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সলিহ। তাঁর সফরসঙ্গী হিসেবে এসেছেন মালদ্বীপের ফার্স্ট লেডি ফাজনা আহমেদ ( Fazna Ahmed), পররাষ্ট্র ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী  এবং পররাষ্ট্রসচিব।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে পারস্পারিক বিশ্বাস, সংস্কৃতি ও মূল্যবোধের ওপর ভিত্তি করে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান এবং এ সম্পর্ক সাম্প্রতিক সময়ে আরো গভীর হয়েছে। রাষ্ট্রপতি সলিহ’র বাংলাদেশ সফর দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করেছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি সলিহ’র মধ্যে অত্যন্ত আন্তরিক পরিবেশে আজ একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় নেতা দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক দিক পর্যালোচনা করেন এবং উভয় দেশের বিভিন্ন সম্ভাবনার ক্ষেত্রগুলোতে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল বাণিজ্য ও বিনিয়োগ, মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, মানবসম্পদ ও যুব সম্প্রদায়ের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা  ও ঔষধসামগ্রী, কৃষি, সামুদ্রিক সম্পদ ও মৎস্য, পর্যটন, সংস্কৃতি, দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, দু’দেশের মধ্যে বিমান ও নৌ-যোগাযোগ বৃদ্ধি,  জলবায়ু পরিবর্তন বিষয়ক সমস্যা ও প্রাকৃতিক দুর্যোগ  মোকাবিলা ও প্রশমন ।

 

 এসময় বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও বিস্ময়কর সাফলতার প্রশংসা করেন মালদ্বীপের রাষ্ট্রপতি।

 

 

 

আলোচনা শেষে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এগুলো হলো -

১.  দু’দেশের মধ্যে ব্যাপক সহযোগিতার (Comprehensive Cooperation) জন্য যৌথ কমিশন গঠন বিষয়ক সমঝোতা স্মারক।

২. দ্বিপাক্ষিক ফরেন অফিস কনসালটেশন (Foreign Office Consultations-FOC) বিষয়ক সমঝোতা স্মারক।

৩. মৎস্য বিষয়ক ও সামুদ্রিক মৎস্য আহরণ (Field of Fisheries and Pelagic Fishing) বিষয়ক সমঝোতা স্মারক

এবং

৪. ২০২২ থেকে সাল ২০২৫ পর্যন্ত সংস্কৃতি বিনিময় বিষয়ক কর্মসূচি (Cultural Exchange Programme-CEP)

এধরনের কর্মসূচির মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হবে বলে আশা করা হচ্ছে।

 

বৈঠকে উভয় নেতা দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্ভাবনা উন্মোচনের ওপর জোর দেন। বাংলাদেশ মালদ্বীপের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (Preferential Trade Agreement) স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিশ্বমানের বিভিন্ন সামগ্রী আমদানি করতে মালদ্বীপের প্রতি আহবান জানান। দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ক সমস্যা দূর করতে এক্ষেত্রে বিস্তারিত আলোচনার জন্য উভয় দেশের বাণিজ্য সচিব পর্যায়ে নিয়মিত বৈঠক অনুষ্ঠানের বিষয়ে দু’দেশের সরকার একমত হয়েছে। শুল্ক সহযোগিতা ও দ্বৈত কর পরিহার বিষয়ক প্রস্তাবিত চুক্তি স্বাক্ষরের বিষয়টি দ্রত চূড়ান্ত করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছেন।  এছাড়া মালদ্বীপের রাজধানী মালে ও বাংলাদেশের তিনটি সমুদ্রবন্দরের মধ্যে সরাসরি বাণিজ্যিক জাহাজ চালু করতে চুক্তি স্বাক্ষরের ( Shipping agreement)  বিষয়ে উভয় নেতা সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

 

মালদ্বীপের মানবসম্পদ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা প্রদানে বাংলাদেশের নীতিগত সিদ্ধান্তের বিষয়টি পূনর্ব্যক্ত করা হয়েছে। মালদ্বীপের শান্তিরক্ষীদের Bangladesh Institute of Peace Support Operations Training (BIPSOT) এর মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের বিষয়ে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে। 

 

সেদেশে অবস্থানরত সকল প্রবাসীকে বিনামূল্যে টীকা প্রদানের বিষয়ে মালদ্বীপের রাষ্ট্রপতির ঘোষণার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টীকা প্রদানে সহায়তার জন্য বাংলাদেশের ১৮ সদস্যের ডাক্তার ও নার্সের একটি দল মালদ্বীপে প্রেরণ করা হয়েছে। মালদ্বীপের ডাক্তার ও নার্সের চাহিদা মেটানোর জন্য সেদেশে বাংলাদেশি ডাক্তার ও নার্স প্রেরণের অনুরোধ করেছেন রাষ্ট্রপতি সলিহ।

মালদ্বীপের রাষ্ট্রপতি উভয় দেশের অর্থনীতিতে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপে অনিয়মিত শ্রমিকদের দ্রুত নিয়মিতকরণের অনুরোধ করেন। মালদ্বীপের আরো দক্ষ জনবল প্রয়োজন হলে বাংলাদেশ তা সরবরাহ করতে প্রস্তুত আছে ।

 

জলবায়ু পরিবর্তন বিষয়ে উভয় নেতা জাতিসংঘ, Climate Vulnerable Forum (CVF) সহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করেছেন।

 

 ২০২১ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সভাপতি পদে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি বাংলাদেশের সমর্থন নিশ্চিত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার অঞ্চলিক অফিসের (South East Asia Regional Office-SEARO) আঞ্চলিক পরিচালক পদে ২০২৩ সালের জন্য বাংলাদেশি প্রার্থীর পক্ষে সমর্থন দানের জন্য মালদ্বীপকে ধন্যবাদ জানাচ্ছি।

 

রাষ্ট্রপতি সলিহ জোরপূর্বক বাস্তচ্যুত মিয়ানমারের জনগোষ্ঠীর প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের পক্ষে মালদ্বীপের সমর্থন  অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

 

মালদ্বীপের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ সানন্দে গ্রহণ করে দু’দেশের সুবিধাজনক সময়ে সেদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।

 

আজ সন্ধ্যায় বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে মালদ্বীপের রাষ্ট্রপতি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এছাড়া বাংলাদেশের  রাষ্ট্রপতি সফররত মালদ্বীপের রাষ্ট্রপতি  ও ফার্স্ট লেডির সৌজন্যে নৈশভোজের আয়োজন করবেন।

2021-03-18
Download