Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 2nd January 2024
Press Release

‘‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার; স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার”- এই প্রতিপাদ্য সামনে রেখে গ্রীসে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৩ ও বিশেষ সেবা পক্ষ পালন।।

 

এথেন্স, ৩০ ডিসেম্বর ২০২৩:

 

‘‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার; স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৩০ ডিসেম্বর ২০২৩ দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে গ্রীসের রাজধানী এথেন্সে বাংলাদেশ দূতাবাস এর আয়োজনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে। উল্লেখ্য, দূতাবাসের উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে ১৯-৩০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বিশেষ সেবা পক্ষ পালন করা হয়। দূতাবাসে আগত সেবা প্রার্থীদের ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান এবং সরাসরি গনশুনানীর মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহন, দেশে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন ধরনের প্রচারাভিযান, “Remittance Day of the Month” উদযাপন, এবং প্রবাসীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনসহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে বিশেষ এই সেবা পক্ষ পালন করা হয়।

 

জাতীয় প্রবাসী দিবস ২০২৩ উপলক্ষ্যে আজ ৩০ ডিসেম্বর দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত জনাব আসুদ আহ্‌মেদ এর সভাপতিত্বে গ্রীসে বসবাসরত সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশিষ্ট বক্তারা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রবাসীদের অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। উক্ত আলোচনা সভায় দিবসটি উদযাপন উপলক্ষে, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনানো হয়। দিবসটি উপলক্ষ্যে বৈধপথে বাংলাদেশে নিয়মিত রেমিট্যান্স প্রেরণ ও রেমিট্যান্স প্রেরণে সহায়তা করার স্বীকৃতিস্বরুপ “আন্তর্জাতিক অভিবাসী দিবস পুরস্কার ২০২৩”  হিসেবে সাতজন প্রবাসীর হাতে “সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ” তুলে দেন রাষ্ট্রদূত জনাব আসুদ আহ্‌মেদ। এছাড়া এ সময়ে বিশেষ সেবাপক্ষে আয়োজিত প্রবাসীদের অংশগহনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

উৎসবমুখর পরিবেশে সকাল ১০ টায় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জনাব বিশ্বজিত কুমার পাল এর সঞ্চালনায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় প্রবাসী দিবস ২০২৩ এর বিশেষ আলোচনা অনুষ্ঠানটি শুরু হয়। আলোচনার শুরুতে সঞ্চালক প্রবাসীদের কল্যাণের লক্ষ্যে দূতাবাস ও বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে সবাইকে অবহিত করেন এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৩ উপলক্ষে নির্মিত ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশ সরকার কর্তৃক সর্বজনীন পেনশনের আওতায় প্রবাসীদের জন্য “প্রবাস স্কীম” এর বিষয়ে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করা হয় ও সর্বজনীন পেনশন কার্যক্রমে প্রবাসীদের অংশগ্রহন নিশ্চিত করার জন্য প্রবাস স্কীম সংক্রান্ত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমে প্রবাসীদের উদ্বুদ্ধ করা হয়। প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, নারী নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের নেতৃবৃন্দসহ গ্রীসের বিভিন্ন শহর এবং দ্বীপাঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা আলোচনায় অংশ নেন। প্রবাসী বক্তাগণ জাতীয় প্রবাসী দিবসের প্রতিপাদ্য ও চেতনাকে সামনে নিয়ে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তাদের প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া বক্তাগণ সার্বজনীন পেনশন স্কীম চালু এবং এতে প্রবাসীদের অন্তর্ভুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বিশেষ সেবা পক্ষের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও তাতে প্রবাসীদের সম্পৃক্ত করার জন্য রাষ্ট্রদূত ও দূতাবাসকে ধন্যবাদ জানান।

 

রাষ্ট্রদূত তার বক্তব্যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্ব ও প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স এর তাৎপর্য তুলে ধরে সকলকে বৈধপথে দেশে রেমিট্যান্স প্রেরনের জন্য অনুরোধ করেন। এছাড়া বাংলাদেশের বর্তমান উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন ও সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রাবাসীদের বাংলাদেশের শিল্পক্ষেত্রে সরাসরি অর্থ বিনিয়োগ করার মাধ্যমে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দেশে পন্য উৎপাদনের মাধ্যমে দেশের রপ্তানী আয় বাড়ানোর লক্ষ্যে একযোগে কাজ করার জন্য অনুরোধ করেন। পাশাপাশি প্রবাসীদের ভবিষ্যৎ সুন্দর ও নিরাপদ করতে সর্বজনীন পেনশনের আওতায় প্রবাসীদের জন্য “প্রবাস স্কীম” এ নাম রেজিস্ট্রেশন করার জন্য আহবান জানান। রাষ্ট্রদূত প্রবাসীদের বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি, ঐতিহ্য বিদেশের মাটিতে তুলে ধরার জন্য তাদের প্রশংসা করেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুস্ব্যাস্থ কামনা করেন।

 

উল্লেখ্য, দেশে বৈধপথে রেমিটেন্স প্রেরনে গ্রীস বর্তমানে ১৫ তম অবস্থানে রয়েছে এবং সমগ্র ইউরোপের মধ্যে চতুর্থ, বিগত ২০২২-২৩ অর্থবছরে গ্রীস থেকে প্রায় ১৩০ মিলিয়ন ইউএস ডলার রেমিট্যান্স বাংলাদেশে পাঠানো হয়েছে, যা বিগত বছরের তুলনায় দেড়গুণ। জাতীয় প্রবাসী দিবস ২০২৩ উপলক্ষে বৈধপথে বাংলাদেশে রেমিটেন্স প্রেরনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দূতাবাস রেমিটেন্স প্রেরনে সহায়তাকারী দুইটি প্রতিষ্ঠান ভয়েস বাংলা ট্রাভেলস ও ইসলাম মফিদুল এজেন্সী ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরনকারী পাঁচ জন প্রবাসী পারভীন সরদার,  মো: আব্দুল্লাহ আল-মামুন, সাবিনা ইয়াসমিন, মো: সাইদুর রহমান, এবং মানসুরা আক্তারকে “আন্তর্জাতিক অভিবাসী দিবস পুরস্কার ২০২৩” পুরষ্কারে ভূষিত করে। এছাড়া গ্রীস হতে বৈধপথে দেশে সর্বাধিক পরিমাণ বৈদেশিক মূদ্রা (রেমিটেন্স) পাঠানোর স্বীকৃতি স্বরুপ গ্রীস প্রবাসী জনাব মোঃ সাইদুর রহমান ও জনাব মোহাম্মদ শামসুল আলম দিপ্তীকে“বানিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যাক্তি (অনিবাসী বাংলাদেশি)” ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে নির্বাচিত  করা হয়েছে।

2023-12-31
Download