Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 21st March 2021
Press Release

অন্যরকম শ্রদ্ধায় কাতারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

১৮ মার্চ ২০২১, দোহা, কাতার:

 

অন্যরকম আয়োজনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন করেছে কাতারে বাংলাদেশ দূতাবাস । শিক্ষা ক্ষেত্রে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা স্মরণ করে এ বিশেষ দিনে কাতারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্সের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এ মান্নান বক্তব্য রাখেন। বক্তারা জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত বাংলাদেশ গঠনের কাজে প্রবাসীদের অবদান রাখার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি তাঁর  ভিডিও বার্তায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় বহি:বাংলাদেশ শিক্ষা কার্যক্রম চালু হওয়ার ফলে বিপুল সংখ্যক বাংলাদেশী শিক্ষার আলোর আলোকিত হওয়ার পাশাপাশি তাদের কাজের ক্ষেত্রেও উপকৃত হবেন। তিনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা বলে আখ্যায়িত করে যথাযথ মর্যাদায় দিবসগুলো পালনের আহ্বান জানান।

 

এর আগে সকালে দূতাবাস চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচী সূচনা করেন রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন। এরপর, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মাধ্যমে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া, জাতির পিতার মহান জীবন ও কর্মের উপরে দূতাবাসে এক আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। করোনা ভাইরাস সংক্রান্ত স্থানীয় বিধিনিষেধ অনুসরণ করে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও বঙ্গবন্ধু ও সকল শহীদ মুক্তিঝোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,  পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসামান্য উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে সবাইকে একযোগে কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নের বাস্তবায়নের আহ্বান জানান।

 

একই দিন বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন। এ সময়, দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

2021-03-18
Download