Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 1st December 2020
Press Release

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

 

৩০ নভেম্বর ২০২০:

 

কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন আজ সকালে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রাচার প্রধান এম্বাসেডর ইব্রাহিম ফাকরুর সাথে বৈঠক করেন। এ সময় বাংলাদেশী কমুউনিটির স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে বিশেষত: আটকা পড়া বাংলাদেশীদের কাতারে প্রত্যাবর্তন নিয়ে রাষ্ট্রাচার প্রধানের সাথে রাষ্ট্রদূত আলোচনা করেন। বিষয়টির গুরুত্ব তুলে ধরার জন্য আটকা পড়া প্রবাসীদের আর্থিক দুর্ভোগসহ নানা ধরণের সমস্যা সম্পর্কে রাষ্ট্রদূত জসীম উদ্দিন এম্বাসেডর ইব্রাহিম ফাকরুকে বিশদভাবে অবহিত করেন। রাষ্ট্রাচার প্রধান বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

 

বৈঠকে দু-দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক  জোরদার করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রাণালয় পর্যায়ে বৈঠক এবং রাজনৈতিক উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, কন্সুলার সেবা, প্রশাসনিক বিষয়াদি এবং দূতাবাসের অবকাঠামোগত বিশেষত: দূতাবাসে সেবা গ্রহণকারীদের জন্য পার্কিং সুবিধা নিয়েও আলোচনা হয়।

 

দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক ও অর্থনৈতিক) মো: মাহবুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

2020-11-30
Download