Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 24th February 2019
Press Release

সিলেট শহরে সিলেট হাউজিং এস্টেট প্রতিষ্ঠার এবং হাউজিং এস্টেট এসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথি হিসেবে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন

সিলেট ২২.০২.২০১৯ঃ 

সরকার দেশের উন্নয়নে প্রবাসীদের রেমিটেন্স ও দক্ষতা কাজে লাগাতে চায়। সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এ দেশকে উন্নত দেশে রূপান্তর করতে চায়। সিলেট শহরে সিলেট হাউজিং এস্টেট প্রতিষ্ঠার এবং হাউজিং এস্টেট এসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে আজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন  এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সিলেটসহ সারা দেশের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি সিলেটের উন্নযনে একটি টিম হিসেবে কাজ করার আহবান জানান। এ ব্যাপারে তিনি সকলকে আন্তরিক হতে অনুরোধ করেন।

অনুষ্ঠানে হাউজিং এস্টেটের সাবেক সভাপতিগণ ও সিনিয়র সিটিজেনদের সম্মাননা প্রদান করা হয়। তাছাড়া এ অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফর রহমান।

2019-02-22
Download