Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 3rd March 2019
Press Release

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন দূতাবাসসমূহকে দু’বছরব্যাপী পরিকল্পনা করতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ০৩.০১.২০১৯ 


বাংলাদেশের দূতাবাসসমূহকে সভা, সেমিনার, প্রদর্শনী ও মেলাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য দু’বছরব্যাপী পরিকল্পনা করতে বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। বিদেশস্থ বাংলাদেশ কূটনৈতিক মিশনসমূহের প্রধানগণকে লেখা একপত্রে পররাষ্ট্রমন্ত্রী এ নির্দেশনা দেন।
তিনি বলেন, ২০২০ সালে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হবে। এর পরের বছরই ২০২১ সালে পালিত হবে বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। বাংলাদেশের স্থপতির প্রতি গভীর শ্রদ্ধার পাশাপাশি তার স্বপ্নের বাস্তবায়নে অর্জিত অগ্রগতির বিষয়ে বিশ্বজনীন আগ্রহের কথা বিবেচনা করে আগামী দিনগুলোতে বাংলাদেশের পাশাপাশি বিদেশেও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবিষয়ে দূতাবাসসমূহের প্রেরিত প্রস্তাবনাসমূহ বিশেষ গুরুত্বসহকারে বিবেচনা করা হবে বলেও তিনি এ পত্রে উল্লেখ করেন।

2019-03-03
Download