Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 2nd January 2024
Press Release

বাংলাদেশ দূতাবাস, জাকার্তা কর্তৃক যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩’ উদযাপন

 

জাকার্তা, ৩০ ডিসেম্বর ২০২৩:

 

বাংলাদেশ দূতাবাস, জাকার্তায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩’ উদযাপন করেছে। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব মোঃ সাজেবুর রহমানের সভাপতিত্বে ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু করা হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী  মহোদয় কর্তৃক প্রেরিত বাণী পাঠ, আলোচনা, ও মন্ত্রণালয় কর্তৃক জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উপলক্ষ্যে প্রেরিত প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

 

চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব মোঃ সাজেবুর রহমান তাঁর বক্তব্যে বলেন যে, বর্তমান সরকার প্রবাসীদের অবদানের স্বীকৃতি প্রদান ও জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব প্রদানের লক্ষ্যে ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩’ পালন করছে। প্রবাসী ভাই-বোনেরা তাঁদের কর্মদক্ষতা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে দেশের কল্যাণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ২০৪১ সালের মধ্যে ‘উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ’ তথা জাতির পিতা বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  

 

জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, জাকার্তা গত ২৪ হতে ৩০ ডিসেম্বর-২০২৩ পর্যন্ত ‘বিশেষ সেবা সপ্তাহ’ পালন করে যেখানে বর্তমান সরকারের উন্নয়ন রূপকল্প ২০৪১ এর রূপকল্প বাস্তবায়নে প্রবাসীদের অবদান ও অনন্য ভূমিকার বিষয়ে আলোকপাত, বাংলাদেশ দূতাবাস কর্তৃক প্রদত্ত কনস্যুলার সেবা ও প্রবাসী কল্যাণ বিষয়ে আলোচনা, কনস্যুলার সেবার মানোন্নয়ন, দ্রুতকরণ ও উক্ত সেবা প্রদানে বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে প্রবাসীদের মতামত ও গণশুনানী গ্রহণ, ডিটেনশন সেন্টারে আটক প্রবাসীদের আইনগত সহায়তা প্রদান ও কনস্যুলার সেবা প্রদান করা হয়। এছাড়াও প্রবাসীদের বৈধপথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধকরণে মতবিনিময়, সরকার কর্তৃক ঘোষিত সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রবাস স্কিম, ওয়েজ আর্নার্স কল্যাণ বন্ড সম্পর্কে অবহিতকরণ সভার আয়োজন করা হয়। এছাড়াও প্রবাসীদের অংশগ্রহণে র‌্যালি, সংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ-এর আয়োজন করা হয়। 

 

পরিশেষে দেশের সার্বিক কল্যাণ ও প্রবাসীদের সর্বাত্মক মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
2023-12-31
Download