Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 31st July 2024
Press Release

জাতীয় শুদ্ধাচার কৌশলের আওতায় মিশনের “কর্মসম্পাদনে গতিশীলতা ও সেবার মান উন্নয়ন” শীর্ষক কর্মশালা আয়োজন: বাংলাদেশ উপ-হাইকমিশন, করাচি

 

করাচি, ২৯ জুলাই ২০২৪:

 

বাংলাদেশ উপ-হাইকমিশন, করাচি করাচি, ২৯ জুলাই ২০২৪ তারিখে জাতীয় শুদ্ধাচার কৌশলের আওতায় মিশনের “কর্মসম্পাদনে গতিশীলতা ও সেবার মান উন্নয়ন” শীর্ষক এক কর্মশালার আয়োজন করে। মিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উল্লেখিত কর্মশালায় মিশনের সকল কর্মকর্তা/কর্মচারী অংশগ্রহন করেন।

 

উল্লেখিত কর্মশালায় মিশনের বিভিন্ন শাখার কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিদ্যমান চ্যালেঞ্জসমূহের উপর বিশদ আলোচনা করা হয় এবং যেসব সমস্যা/চ্যালেঞ্জসমূহের সমাধানকল্পে কি কি পদক্ষেপ নেয়া যেতে পারে সে বিষয়ে পর্যালোচনা করা হয়। কাজের পরিধি/পরিমাণ বৃদ্ধি ও যার যার কাজের গুরুত্ব অনুধাবন করে দ্রুততম সময়ে গুণগত মানসম্পন্ন উন্নত সেবা প্রদান নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। কর্মশালায় সকল কর্মকর্তা/কর্মচারী তাদের নিজ নিজ কাজ আরো কিভাবে সূচারুরূপে করতে পারেন সে বিষয়ে তারা তাদের নিজস্ব মতামত তুলে ধরার সাথে সাথে কিছু কিছু বিষয় বিশেষ করে কারিগরী তথা বিধি-বিধান দ্বারা নিয়ন্ত্রিত প্রশাসনিক ও আর্থিক বিষয়সমূহ হাতে-কলমে শিখার উপর গুরুত্ব আরোপ করেন।

 

উপ-হাইকমিশনার এস. এম. মাহবুবুল আলম তার বক্তব্যে মিশনের কর্মসম্পাদনে গতিশীলতা ও সেবার মানোন্নয়ন বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন যে, হাতে-কলমে শিক্ষা তথা কাজ করতে করতে সেবার মানের উৎকর্ষতা অর্জন করা ও দ্রুততার সাথে গুণগত মানের সেবা প্রদান নিশ্চিত করতে হবে। তিনি জোরালোভাবে উল্লেখ করেন যে, উন্নত সেবা প্রদানের মাধ্যমে বিদেশের মাটিতে দেশের তথা মিশনের সুনাম অর্জন অতীব গুরুত্বপূর্ণ। তিনি নিজের দায়িত্ব নিয়মতান্ত্রিক ও সময়ানুবর্তীতা এবং সততা-নিষ্ঠা-শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে মিশন কর্তৃক উন্নত ও গুণগতমানের সেবা প্রদানের বিষয়ে তিনি সকলের আন্তরিক সহযোগিত কামনা করেন।

2024-07-29
Download